প্রতীকী ছবি
সারাদেশ

প্রধান শিক্ষকের হাতে সিনিয়র শিক্ষক লাঞ্ছিত

রাকিব হাসনাত, পাবনা: কালেকশনের টাকা নিয়ে পাবনা সদর উপজেলায় আব্দুল হক (৫৩) নামের এক সিনিয়র শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

ভুক্তভোগী শিক্ষক এই বিষয়ে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও আতাইকুলা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষকের পক্ষে স্বাক্ষর দিয়েছেন বিদ্যালয়ের ১২ জন শিক্ষক।

লিখিত অভিযোগে আব্দুল হক জানান, গত ২০ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তাকে অকথ্য ভাসায় গালি-গালাজ করতে থাকে। এসময় তিনি নিষেধ করলে আনোয়ার হোসেন তার শার্টের কলার ধরে ধাক্কা মেরে অফিস রুমের ফ্লোরে ফেলে দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়াও তাকে স্কুলের আসার পথে বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেয়া হয়।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের বেতন ও ফ্রিসহ বিভিন্নভাবে কালেকশন করা টাকা শিক্ষকদের মাঝে বিতরণের জন্য 'অর্থ কমিটি' হয় আব্দুল হকের নেতৃত্বে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের কালেকশনের টাকা আব্দুল হক স্যার অন্যান্য শিক্ষকদের মাঝে বিতরণ করেন। কিন্তু প্রধান শিক্ষক এর বিরোধিতা করেন। পরে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিনিয়র শিক্ষক আব্দুল হককে তার রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেন এবং লাঞ্ছিত করেন। পরে অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে তাদের সঙ্গে প্রধান শিক্ষকের হাতাহাতির ঘটনা ঘটে।’

তারা আরও বলেন, ‘এই ঘটনার দুইদিন পরে সব শিক্ষককে ডেকে নিয়ে স্কুলের রুমে আটকে রাখার হুমকি দেয়া হয়। বিষয়টি যাতে প্রশাসন ও গণমাধ্যমের কেউ না জানে এই মর্মে মুচলেখা নেয়া হয়। এছাড়াও বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সভাপতির দ্বারস্থ হোন শিক্ষকরা। তার সঙ্গে দেখা করে ফেরার পরও আরেক শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা কেরে নেন প্রধান শিক্ষক। ’

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

এবিষয়ে পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষকদের মধ্যে হাতাহাতি-লাঞ্ছিত করার কোনও অভিযোগ পাইনি। তবে কয়েকদিন আগের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন যে- ওই স্কুলের শিক্ষকরা স্কুলের কালেকশনের টাকা ব্যাংকে জমা না দিয়ে তারা নিজেরা ভাগাভাগি করে নিচ্ছেন। এর বাহিরে আমি কিছু জানি না।’

এবিষয়ে মুখ খুলতে নারাজ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্ক ডিসি স্যার, জেলা শিক্ষা অফিস, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সবাই জানে। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। ওরা যা ইচ্ছে করুক। আমি কিছু বলবো না।’

এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, প্রধান শিক্ষক ও শিক্ষকদের মাঝে একটা ঝামেলা হয়েছিল এটা সত্য। এ বিষয়ে কিছু শিক্ষক আমার কাছে আসছিলেন। আমি প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে ঝামেলাটি সমাধান করারও আশ্বাস দিয়েছিলাম তাদেরকে। কিন্তু আমার কাছ যাওয়ার পর বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন। তারপরও আমি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

আরও পড়ুন: মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমি সরেজমিনে তদন্ত করেছি। ঘটনাটা পুরোপুরি সত্য নয়। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারধর বা টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার সততা পাওয়া যায়নি।

এবিষয়ে পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী বলেন, ‘এখনও পর্যন্ত অভিযোগ পাইনি। যদি আজ/কালের মধ্যে দিয়ে থাকেন তাহলে হয়তো রবিবার নাগাদ হাতে পেতে পারি। অভিযোগ হাতে পেলে অভিযোগের ধরনের বুঝে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

শহীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

মুন্সীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভূমি অফি...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

রাতের আঁধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

মেক্সিকোতে বাস উল্টে ১৪ জনের মত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত...

৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডা...

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান...

রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফাহতে ইসরায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা