জাল দলিলে জমি বিক্রির অভিযোগ
সারাদেশ
সংবাদ সম্মেলন

জাল দলিলে জমি বিক্রির অভিযোগ

সান নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে জাল দানপত্র দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে ওয়ারিশদের সম্পত্তি বিক্রির অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : উলিপুরে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহরের ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা মুশতাক আহমেদ কায়সার ওরফে বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করেন একই এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী নাইমুল হাসান ফাইজী।

বুধবার (১২ অক্টোবর) সকালে তিনি তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নাইমুল হাসান ফাইজী বলেন, আমার বাবা আবুল হাসান বুলু বিভিন্ন সংবাদপত্রের নিয়মিত কলামিষ্ট ছিলেন। আমার দাদা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাবেক ডিএসপি খান সাহেব বছির উদ্দীন সরকার ১৮ একর জমি ভোগ-দখল করা অবস্থাতে মারা যান। তার এক ছেলে ডাঃ মোখলেছুর রহমান ১৯৫৮ সালে তার সমস্ত সম্পত্তি তার ভাইবোনদের দিয়ে লন্ডনে চলে যান। লন্ডনেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে

আমার দাদার রেখে যাওয়া সম্পত্তি ২০১৬ সালে আমার বাবা আবুল হাসনাত বুলুসহ তার তিন ছেলে ও সাত মেয়ের নামে বিএস রেকর্ডভুক্ত হয়। রেকর্ডমূল্যে আমার চাচাত ভাই মোস্তাক আহমেদ কায়সার ১৩৯ শতক সম্পত্তির মালিক।

কিন্তু তিনি জাল দানপত্র তৈরি করে ২৪৮ দশমিক পাঁচ শতক জমি ৩০টি দলিলে বিক্রি করেন। এর মধ্যে সহকারী কমিশনারের (ভূমি) আদেশে নামজারি বাতিল হওয়া সত্বেও তথ্য গোপন করে পাঁচটি দলিলে কোটি টাকার বেশি মূল্যের জমি বিক্রি করেন।

তিনি আরও বলেন, আমাদের বিএস ১৯৩১ নং খতিয়ানের ৪৭১৮ নং দাগের ৬ শতক জমিতে আমার দুই ফুফুসহ আমি সীমানাপ্রচীর দিয়ে রাখি। মুশতাক আহমেদ কায়সার, আমার এক ফুফু সিদ্দিকা ইসলাম কল্পনাসহ তাদের লাঠিয়াল বাহিনী সেই জমির সীমানাপ্রাচীর ভেঙ্গে ফেলে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। আমি বাধা ও থানায় অভিযোগ দেওয়ায় তারা আমাকে খুন এবং আমার নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

আরও পড়ুন : র‌্যাংক ব্যাজ পরলেন আইজিপি

সংবাদ সম্মেলনে নাইমুল হাসান বলেন, আইনজীবি না হয়েও নিজেকে হাইকোর্ট ডিভিশনের একজন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন মুশতাক আহমেদ কায়সার। তার নামে একাধিক মামলা চলমান। এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন তিনি।

নাইমুল ইসলাম বাবার সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন নাইমুল হাসানের ভাতিজা জুলফিকার নাঈম সরকার ও তার সম্পদের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার

এ ব্যাপারে মুশতাক আহমেদ কায়সার বলেন, দানপত্র দলিলমূলে এই জমির মালিক আমি। এ জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। আদালতে নিষেধাজ্ঞা কিংবা কোনো রায়ও দেননি, তাই আমি এ জমি বিক্রি করেছি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা