সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়ন পরিষদ কক্ষে চেয়ারম্যান ও হিসাব সহকারী মিলে অফিসের পরিচ্ছন্নতাকর্মী নারীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হলেও তাদের গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আপনারা ভয় পাবনে না

গত মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের অফিস কক্ষের বাথরুম পরিস্কার করতে গিয়ে ধর্ষণের শিকার হয় পরিচ্ছন্নতাকর্মী এক নারী। অখিল চন্দ্র রায় চেয়ারম্যান নির্বাচিত হবার পর ওই নারীকে মাষ্টারোলে নিয়োগ দেয়।

অভিযোগ রয়েছে, নিয়োগপ্রাপ্ত ওই কর্মী কাজে যোগদানের প্রথমদিন থেকে তার উপর চোখ পড়ে একজন গ্রাম পুলিশ ও হিসাব সহকারী ইব্রাহিম আলীর। ইব্রাহিম তাকে প্রায় সময়ে বিনা কারণে তার কক্ষে ডেকে নিয়ে উত্যক্ত করত এবং তাকে বিভিন্ন সরকারি সামাজিক বেষ্টনীর উপকার পাইয়ে দেওয়ার প্রলোভনে কু-প্রস্তাব দিত। কিন্তু তাতেও রাজি হননি ওই নারী। ইব্রাহিম ওই নারীকে তার লালসার শিকার করতে সকাল সকাল অফিসে আসার জন্য চাপ দিত।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

মাস দুয়েক পূর্বে ইব্রাহিম আলী ওই নারীকে অফিসে একাকি পেয়ে নিজে কাপড় খুলে ধর্ষণের জন্য ধস্তাধস্তি করলে ওই নারী শরীর খারাপ হয়েছে বলে কোন মতে রক্ষা পায়। তার কয়েকদিনের মাথায় সে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ঘটনা ফাঁস না করতে তার স্বামীকে প্রতিবন্ধি কার্ড করে দেবে মুখ বন্ধ রাখে।

এভাবে একাকী পেলেই হিসাব সহকারী ইব্রাহিম আলী তাকে ধর্ষণের চেষ্টা চালাত। সর্বশেষ ঘটনার দিন চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ওই নারীকে বাথরুম পরিস্কার করার কথা বলে বাথরুমে একাকি নিয়ে যায় এবং বাথরুম কিভাবে পরিস্কার করতে হয় তা দেখিয়ে দিতে যায়। এক পর্যায়ে একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করে চেয়ারম্যান অখিল চন্দ্র।

ধর্ষণ শেষে সে তৎক্ষনাৎ ইউনিয়ন পরিষদ হতে সটকে পড়েন। ওই সময় ইউনিয়ন পরিষদে নিজ কামরায় ছিলেন হিসাব সহকারী ইব্রাহিম আলী। ধর্ষিত নারী ইজ্জত হারিয়ে কাঁদতে কাঁদতে হিসাব সহকারীর কক্ষে গিয়ে তাকে ঘটনার কথা জানালে সে ঘটনা ফাঁস না করতে ভয়ভীতি দেখায় এবং শান্তনা দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে ঘটনার পরদিন রাতে চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং হিসাব সহকারী ইব্রাহিম আলী রাতের আধারে ওই নারীর বাড়িতে যায় এবং নিজেদের ভুলের জন্য ভিকটিম ও তার স্বামীর হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে তার চিকিৎসার জন্য ভিকটিমের স্বামীকে ২ হাজার টাকা প্রদান করেন।

এদিকে হিসাব সহকারী ইব্রাহিম আলীর বিষয়ে খোঁজ-খবর নিয়ে গিয়ে জানা যায়, ইব্রাহিম আলী একজন নারী লোভী যুবক। সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সময়ে সে বাইরে থেকে এক নারীকে নিয়ে এসে সারারাত ইউনিয়ন পরিষদ কক্ষে রাত্রী যাপন করে। পরবর্তীতে চেয়ারম্যান জানতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে ইব্রাহিম আলী সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা করে সে যাত্রায় রক্ষা পায় বলে জানান সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে নেই জাতীয় পার্টি

পুলিশ অন্যান্য মামলার ক্ষেত্রে এহাজার নামীয় আসামীদের গ্রেফতারে তাৎক্ষনিক অভিযান চালালেও পরিচ্ছন্নতাকর্মী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি। ওই সময় মামলার আসামীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে মামলা ঠেকাতে তদ্বিরে ব্যস্ত ছিলেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া থানার উপ-পরিদর্শক আকবর আলী জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

একটি সূত্র জানায়, রুহিয়া থানার পুলিশ প্রথম থেকে মামলা নিতে টালবাহানা করলেও সাংবাদিকদের চাপে শেষ অবধি মামলা নিতে বাধ্য হন। তাই ওই মামলার আসামীদের বাঁচাতে তাদের হাইকোর্টে গিয়ে জামিন নেওয়ার পরামর্শ দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা