সারাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট ক্লার্ক খোরশেদা বেগম ও মেহেদী নামে দুই কর্মচারীর বিরুদ্ধে।

জানা যায়, সরকারী ভাবে সেবা গ্রহীতাদের কাছ থেকে টিকিট প্রতি ৩ টাকা করে নেওয়া নিয়ম থাকলেও ৫ টা বা তার অধিক টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে।

সত্যতা যাচাইয়ের সরেজমিনে হাসপাতালের টিকিট কাউন্টারে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ে সত্যতা পাওয়া যায়। কাউন্টারে থাকা অভিযুক্ত খোরশেদা বেগম ও মেহেদীর কাছে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে জানতে চাইলে ভাংতি না থাকার অযুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্বীকার করেন।

অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় কিনা এমন প্রশ্নের জবাবে খোরশেদা বেগম আদায়কৃত অতিরিক্ত টাকা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরার কাছে জমা দেওয়ার কথা বলে জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনজুমান আরাকে জানানো হলে তাৎক্ষণিক তাদের দুজনকে অফিস কক্ষে ডেকে জিজ্ঞেস করলে অতিরিক্ত টাকা আদায় ও স্বাস্থ্য কর্মকর্তার নামে নিজেরা আত্মসাৎ করার কথা স্বীকার করেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে, টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা খোরশেদা বেগম ও মেহেদী দীর্ঘদিন ধরে ভাংতি না থাকার অযুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে নিজেরাই আত্নসাৎ করে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনজুমান আরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যাতে ৩ টাকার বেশী আদায় না করা হয়। সেবাগ্রহীতারা যাতে অতিরিক্ত টাকা না দেন, সে জন্য কাউন্টারের সামনে লিখে দেওয়া হয়েছে। তাদের অন্যায়ের শাস্তি হিসেবে কাউন্টার থেকে তাদেরকে সরিয়ে নিয়েছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা