মো মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে পৌর এলাকার ইসলামী ব্যাংকের নিচে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সালেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, রুকুনুজ্জামান বাপ্পী, মাজাহারুল ইসলাম, ছাত্রদল পৌর আহবায়ক আমিরুল ইসলাম,বালিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসান( মন্ডল), রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম নোমান,সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            