সারাদেশ

মুন্সীগঞ্জে যুবককে মারধর, ঘরে অগ্নিসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার এক হাত বিহীন যুবক তার পৈত্রিক সম্পত্তি ছেড়ে না দেওয়ায় প্রথমে তাকে মারধর পরে তার ঘরে অগ্নিসংযোগ এখন ওই যুবককে বোমা হামলার মিথ্যা আসামী করে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই যুবক তার মাকে নিয়ে এখোন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

জানা গেছে, পৌরসভার উওর ইসলামপুর এলাকার মৃত ইউনুস আলীর এক হাত বিহীন ছেলে আজমীর হোসেন অপুকে (২৫) প্রায় ১ বছর যাবৎ তার পৈত্রিক ভিটা ছেড়ে দিতে বলছে একই এলাকার যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ পাঠান। পৈত্রিক ভূমি ছেড়ে দেওয়ার কারন জিজ্ঞাসা করলে কোন কাগজ পত্র না দেখিয়ে সে ওই জমি ক্রয় করেছে বলে তাকে তার পৈত্রিক ভিটা ছেড়ে চলে যেতে বলে সিরাজ পাঠান। এনিয়ে ওই এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের অপু বিষয়টি অবহিত করলেও এলাকায় একাধিক শালিশী হলেও ওই সমস্ত শালিশীতে দলিল পত্র উপস্থাপন না করেই ওই যুবদল নেতা গায়ের জোড়ে অপুকে তার পৈত্রিক ভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল । অপু ছেড়ে না দেওয়ায় গত ১৩ মে তার বাড়িতে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অপু ও তার মাকে মারধর করে সিরাজ পাঠান বাহিনী। পরে গত ১৬ মে গভীর রাতে তার বসত বাড়ির টিন ও কাঠ দিয়ে তৈরী ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ নিয়ে গত ১৭মে অপু বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করলে মামলা দায়েরের পর হতে বিভিন্ন হুমকি দিয়ে আসছে সিরাজ পাঠান ও তার সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে আতংঙ্কে আছেন অপু ও তার মা তাসলিমা বেগম।

অপুর মা তাসলিমা বেগম বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার স্বামী মারা যায়। আমি আমার ছেলে মেয়েকে অন্যের বাসায় কাজ করে বড় করে তুলেছে। অপুর বয়স যখন ২ বছর বাড়ির পশ্চিম পাশে খেলা করার সময় লাল বলের মতো বস্তু কুড়িয়ে পেয়ে তা নিয়ে খেলা করছিলো সে। তারপর ওই লাল বস্তু (ককটেল) বিস্ফোরনে তার বাম হাতের কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপুর বয়স যখন ১০ বছর তখন থেকে একটি অফিসে পিয়নের কাজ করে। তা দিয়ে যা আয় হয় আমার ছেলে আর আমি কোনরকম খেয়ে বেচেঁ আছি। কিন্তু আমাদের এলাকার সিরাজ পাঠান বলে আমার স্বামীর ভিটা ছেড়ে দিতে। ছেড়ে না দেওয়ায় ওরা আমার ছেলেকে মারধর করলো। আমি ধরতে গেলে আমাকেও মারধর করে পরে গভীর রাতে আমাগো ঘরে আগুন ধরিয়ে দেয়। এখোন আমি ভয়ে রাতে ঘুমাইনা। কখন যেন আগুন ধরিয়ে ওরা আমাকে এবং আমার ছেলেকে জীবন্ত মেরে ফেলে তাই ছেলে গুমালেও আমি সারারাত জেগে থাকি।

অপু বলেন, আমার হাত না থাকায় ছোট বেলা হতেই আমাকে কেউ কাজে নিতোনা। পরে আমার এলাকায় ইন্সুরেন্স কোম্পানির লোকজন ইন্সুরেন্স করতে আসলে আমার এবং আমার মায়ের অবস্থা দেখে তারা আমাকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পনীর মুন্সীগঞ্জ অফিসে পিয়নের চাকুরী দেয় । ওই চাকুরী করে মাকে নিয়ে কোন রকম বাবার ভিটায় খেয়ে পরে বেচেঁ আছি। কিন্তু সিরাজ পাঠান বলে আমার বাবার ভিটা সে কিনেছে। কিন্ত আমার বাবা দাদা কেউ এই ভিটা বিক্রি করেনাই। তারা আমাকে আমার বাবার ভিটা ছেড়ে দিতে বলছে। ছেড়ে না দেওয়ায় আমাকে মারধর করেছে ঘরে আগুন দিয়েছে এখোন আবার আমাকে বোমা হামলা মামলার আসামী করবে বলে ভয় দেখাচ্ছে। আমি তাদের ভয়ে অসুস্থ হয়ে পরেছি।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজ পাঠান বলেন- ওই জমি আমি অপুর বাবার ফুপুর ওয়ারিশদের নিকট হতে ক্রয় করেছি। ওর বাবা পাশের বিল্ডিং বাড়ির কাছে ওদের জায়গা বিক্রি করছেন। আজ (২১ মে) দুপুরে হুমকি বিষয়ে সিরাজ পাঠানের মোবাইলে একাধিক বার ফোন করলে বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, আমি বিষয়টি সম্পর্কে খোজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নিবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

দুর্বৃত্তের দেয়া আগুনে মুরগির খামারির স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুরগির খামার। মুহূ...

ফুলবাড়ীতে বিজিবির অতিরিক্ত টহল তৎপরতা ও চেকপোস্ট স্থাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্র...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

যৌনকর্মীদের ঘর ভাড়া দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

পতিতাবৃত্তিতে লিপ্ত অভিযুক্তদের কাছে ঘর ভাড়া দেওয়ার অভিযোগে পটুয়াখালী জেলার ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা