সারাদেশ

ফরিদপুরে স্বামীর পরকীয়ার বলি স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমি অধিকারী (২৭)। শুক্রবার (৫ নভেম্বর) সকাল নয়টার দিকে দোতলা ভবনের গৃহবধূর শয়নকক্ষ থেকে পরিবার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

সুমি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের রনি অধিকারীর স্ত্রী। তাদের রাহুল নামে আট বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

পুলিশ ও সুমির পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা জেলার আড়পাড়া বাজারের গ্রাম্য ডাক্তার মনমোহন বৈরাগীর মেয়ে সুমি অধিকারী (২৭)। নয় বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের প্রবাসী নিত্য অধিকারীর ছেলে রনি অধিকারীর (৩২) সাথে সুমির বিয়ে হয়। রনি কয়েক বছর প্রবাস জীবনের পর বাড়ি ফিরে এসে একই গোষ্ঠীর পার্শ্ববর্তী বাড়ির বিবাহিত এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হন।

গত বছর রনি ওই বিবাহিত মেয়েকে নিয়ে পনের দিন উধাও ছিল। এরপর রনি, সুমি ও পরকীয়ায় লিপ্ত ওই বিবাহিত মেয়ের পরিবার একত্রে বসে বিষয়টির ফয়সালা করলেও কার্যত পরকীয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি বলে মত প্রকাশ করেন এলাকার লোকজন।

এতে মোটা অংকের দেনদরবারও হয়েছিল বলে জানা যায়। এ নিয়ে রনি ও সুমির মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার সকাল নয়টার দিকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমির ঝুলন্ত লাশ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়।

সুমির বাবা মনমোহন বৈরাগী জানান, রনি বিদেশ থেকে আসার পর কোন কাজ করতো না। টাকার জন্য প্রতি মাসেই মেয়েকে চাপ দিত। তাই প্রতি মাসেই রনিকে ৫-১০ হাজার টাকা দেয়া হতো। এছাড়া মেয়ের সুখের জন্য ১০ লক্ষ টাকার ডিপোজিট পর্যন্ত করে দিয়েছি।

তিনি আরও বলেন, ৫-৬ মাস আগে রনির নির্যাতনে আমার মেয়ে বাপের বাড়ি মাগুরায় চলে গেলে আমি তাকে শ্বশুর বাড়ি আর না পাঠানোর সিদ্ধান্ত নেই। কিন্তু কয়েকদিন পর রনির কাকা নিত্য অধিকারী বোয়ালমারী থানার এস আই মামুন অর রশিদকে সঙ্গে নিয়ে আমার বাড়ি মাগুরায় যান। আমার মেয়েকে আর নির্যাতন কিংবা কষ্ট দেয়া হবে না-এই মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় আমি মেয়েকে ফেরত পাঠাই।

লাশ উদ্ধারের ঘটনায় বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা