নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজারে : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। অজগরটির ওজন ৯ কেজি। শনিবার ( ৫ জুন) রাতে উপজেলার খাইছড়া চা বাগানের একটি সড়কের উপর থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, রাতেই স্থানীয়রা সাপটিকে দেখে সাথে সাথে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। এরপর তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেই রাখা আছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বন-বিভাগের সঙ্গে কথা বলে সাপটি লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
সান নিউজ/ আরএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            