নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর সোনাগাজীতে বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে সাজেদা আক্তার (১২) ও আল আমীন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদা ওই গ্রামের আনু ফরায়েজি বাড়ির সোলেমান মিয়ার মেয়ে ও নিহত আল আমীন একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তারা দুজনই স্থানীয় কাটাখিলা ছমদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখম ইসহাক খোকন বলেন, সকালে বৃষ্টিপাতের সময় দুই শিশু বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সান নিউজ/ আরএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            