সারাদেশ

ত্রিপুরা পল্লীর জমি দখলচেষ্টার অভিযোগ আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকা দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পল্লীর জমির উপর বদনজর পড়েছে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এমন অভিযোগ পল্লীর বাসিন্দাদের।

বাসিন্দারা জানান, সীতাকুন্ড উপজেলার ত্রিপুরা পল্লীতে ৭৫টি দরিদ্র পরিবারের বাস। তাদের বসতি থেকে এক কিলোমিটার দূরে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিশাল কারখানা। আবুল খায়ের গ্রুপ পল্লীর জায়গাটি তাদের দাবি করে বছর তিনেক আগে সাইনবোর্ড টানিয়ে সীমানা বেড়া নির্মাণ করতে গেলে ঝামেলা বাধে।

এরপর গত ১৪ মে শুক্রবার আবারো ত্রিপুরা জনগোষ্ঠীর পরিবারগুলোকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে আবুল খায়ের গ্রুপ। তাদের বসতির উপর দিয়ে কাঁটা তারের বেড়া দিতে এলে বাসিন্দারা তাতে বাধা দেন। এসময় কারখানার সশস্ত্র আনসার ও স্থানীয় কতিপয় লোকজন মিলে অস্ত্র ঠেকিয়ে অসহায় ত্রিপুরাদের বসতি থেকে সরে না গেলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়।

ত্রিপুরা পাড়ার বাসিন্দা কাঞ্চন কুমার ত্রিপুরা বলেন, আমরা এই পাড়ায় যুগ যুগ ধরে বসবাস করে আসছি। জায়গাটি সরকারি পাহাড়ি ভূমি। কিন্তু আবুল খায়ের গ্রুপের লোকজন জায়গাটি তাদের বলে দাবি করছে। বিষয়টি আমরা সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও সীতাকুন্ড উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ত্রিপুরা পাড়ার বাসিন্দারা এ বিষয়ে আমার কাছে এসেছিল। তাদেরকে আমি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিতে বলেছি। পাড়াটিতে অন্তত ৭৫টি পরিবার বসবাস করে। ওই পাড়ার বাসিন্দা সংখ্যা প্রায় ৪০০ জন।

আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার ইমরুল কাদের ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ত্রিপুরা পাড়া থেকে ওই জমির দূরত্ব প্রায় এক কিলোমিটার। হঠাৎ করে ঈদের দিন পাড়ার কয়েকজন বাসিন্দা মিলে আমাদের জায়গায় ঘর তৈরির চেষ্টা করে। পরে আনসার সদস্যদের নিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ বন্ধ করে দিই।

তিনি বলেন, যে জায়গায় ত্রিপুরারা ঘর তৈরি করছে, সেটি আমাদের কেনা জমি। আবুল খায়েরের নামে জমিটির নামজারি হয়েছে। সব ডকুমেন্ট আমাদের আছে। ইতোমধ্যে সব কাগজপত্র উপজেলা প্রশাসনকে দিয়েছি। জায়গাটি সরকারি হলে আমাদের কোনো দাবি-দাওয়া থাকবে না।

সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, দু‘পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আলোচনায় বসতে রাজি হয়েছে। কয়েক দিনের মধ্যে বৈঠক হবে। জায়গার মালিক যদি আবুল খায়ের গ্রুপ হয়, তাহলে ত্রিপুরারা সেখানে ঘর করবে না। জায়গার মালিক সরকার হলে সেখানে ত্রিপুরারা ঘর করবে।

তবে এই ঘটনাকে উচ্ছেদ মানতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তার মতে আবুল খায়েরের দাবি করা জায়গাটিতে কোনো ত্রিপুরা বসতি নেই। মাপজোপ করার পর বলতে পারবো আসলে জায়গাটি কার। আমরা উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

বাসিন্দাদের অভিযোগ, আবুল খায়ের গ্রুপের পক্ষ নিয়ে কয়েক বছর আগে ইউএনও স্যার আমাদের জঙ্গল সলিমপুরে বস্তি এলাকায় চলে যাওয়ার জন্য বলেছিল। জায়গাটি আমাদের পছন্দ হয়নি বলে যাইনি। আমরা আমাদের পুর্বপুরুষের ভিটা ছেড়ে যেতে চাই না। আমরা পাহাড়ে শান্তিতে বসবাস করতে চাই।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সীতাকুন্ড ইউনিটের ভাষ্য, দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ৭৫ পরিবার ছাড়াও সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা ত্রিপুরা পাড়ায় ১২২ পরিবার, মহাদেবপুর ত্রিপুরা পাড়ায় ৪৫ পরিবার, ছোট দারোগাহাট ত্রিপুরা পাড়ায় ১০ পরিবার, সুলতানা মন্দির ত্রিপুরা পাড়ায় ৩০ পরিবার, বাঁশবাড়িয়া ত্রিপুরা পাড়ায় ১০ পরিবার, শীতলপুর ত্রিপুরা পাড়ায় ৩৮ পরিবার বাস করে। প্রভাবশালী গোষ্ঠী এদেরকেও উচ্ছেদ করতে চায় বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা