সারাদেশ

রাঙামাটি পৌর নির্বাচন: আ.লীগ প্রার্থীর ১৯ দফা প্রতিশ্রুতি 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভার নির্বাচনী ইশতেহারে ১৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শহরবাসীর উদ্দেশে এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বর্ণনা দিয়েছেন, পৌর এলাকার উন্নয়নে বাস্তবায়িত ও চলমান বহু প্রকল্পের। এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহারের ১৯ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে আকবর হোসেন চৌধুরী বলেন, তিনি আবার নির্বাচিত হলে হাজার আসনের একটি পৌর অডিটোরিয়াম নির্মাণ করবেন। পৌরসভাকে শহরের ফিশারি সংযোগ বাঁধ হস্তান্তর করা হলে সেটি রক্ষায় এবং সৌন্দর্য বর্ধন করবেন। শহরের বাইরে পরিবেশবান্ধব ডাম্পিং গ্রাউন এবং পৌর এলাকায় একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করবেন। এ ছাড়া পৌর এলাকায় ১০ স্থানে বিনামূল্যে ওয়াইফাই সেন্টার স্থাপন, গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, নিম্ন আয়ের লোকজনের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ইয়ুথ আইটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র চালু, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাম্বুলেন্স সেবা, বৃক্ষরোপণের মাধ্যমে শহরকে সবুজায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র স্থাপন, শহরকে সোলার প্যানেলের আওতায় এনে সিসিটিভির মাধ্যমে সেবা, নাগরিক সেবা বাড়াতে ওয়ান স্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন, রাঙামাটি শহরকে মাদকমুক্ত, শহরের বিভিন্ন স্থানে কিচেন মার্কেট নির্মাণ, শহরে এলাকাভিত্তিক নিরাপত্তা ফটক স্থাপন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ, শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল জায়ান্টস্কিন স্থাপন এবং বিগত সময়ে অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, ২০২০ সালে করোনার কারণে বেশিরভাগ উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়ে। ২০২০-২১ অর্থবছরে ৯ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, যেগুলো চলমান রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে কোনোটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না তিনি। জয় নিয়েও শতভাগ নিশ্চিত তিনি। দলের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে’কে নিয়ে কোনো মাথাব্যথা নেই তার।
তবে এ সময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, অমর কুমার দে’র ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা