সারাদেশ

সাবেক চেয়ারম্যানের দাপটে অসহায় ৯০ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ৯০ বছরের বৃদ্ধ কৃষক রজব আলী। কৃষি কাজ করেই তার পরিবারের অন্ন সংস্থান হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে এই বৃদ্ধ কৃষক অন্তত ৬০ বিঘা জমি চাষ করেন প্রতিবছর। এর থেকে প্রতিবছর প্রায় হাজার মণ ধান উৎপাদন হতো। এই জমির উৎপাদিত ফসল দিয়ে চলে তার ২১ জনের পরিবার। কিন্তু এবছর স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে সেই জমিগুলো চাষ করতে পারেনি। অথচ তার জমির চারপাশের জমিগুলোতে ফসলের সবুজ সমাহার। বৃদ্ধ রজব আলীর পরিবার অভিযোগ, স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এই সেচ প্রকল্পের পানি তো দেননি, ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

বৃদ্ধ কৃষক রজব আলী বলেন, পাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলী চেয়ারম্যানের বাধায় আমার ৬০ বিঘা জমি চাষাবাদ করতে পারিনি। তারা গত ৫ জানুয়ারি সকালে গ্রামের পূর্ব দিকে ফসলি মাঠে ভূঁইয়ার চরের আমার সেচ স্কিম জোরপূর্বক দখল করে নেন। আমাকে ও আমার সন্তানদের জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিচ্ছেন না তারা। আমার বীজ তলা দখল করে নিয়ে তারা একটি জমি চাষ করে ফেলেছেন।

কৃষক রজব আলী আরও বলেন, জমি চাষ করতে না পারায় এ বছর আমি অন্তত এক হাজার মণ ধান থেকে বঞ্চিত হয়েছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

এই ঘটনায় বৃদ্ধ কৃষক রজব আলীর ছেলে সলতু মিয়া বাদি হয়ে গত ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলীসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা করা হয়েছে।

মামলার এজহারে অভিযোগ করে বলা হয়, গত ৫ জানুয়ারি সেচের পানি দিতে বাধা দেয়। এসময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ও কয়েকজনকে মারধোর করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, আমাদের কাছে মামলার নথি এসে পৌঁছার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে বৃদ্ধের ছেলে মামলা করায় তার লোকজন রজব আলীর পরিবারকে মামলা তুলতে হুমকি দেন। মামলা দায়েরের পর দিন বৃদ্ধের ছেলে সলতু মিয়া স্থানীয় বাজারে বাজার করতে গেলে সাবেক চেয়ারম্যানের লোকজন হামলা করার চেষ্টা করে। এই ঘটনা পর দিন আদালতের সহযোগিতা চেয়ে আরও একটি মামলা দায়ের করা করে রজব আলীর ছেলে।

রজব আলীর আরও এক ছেলে আঙ্গুর মিয়া জানান, এ ঘটনায় কাছম আলী চেয়ারম্যানের পক্ষ নিয়ে একতরফা সালিশ-বৈঠক করেন অরুয়াইল এলাকার সালিশকারক আবু তালেব মিয়া, কুতুবউদ্দিন ভূঁইয়াসহ কয়েকজন। তারা অন্যায়ভাবে একটা রায় দেন; কিন্তু আমরা এ রায় মেনে নেয়নি।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গণমাধ্যমকর্মীদের বলেন, কৃষক রজব আলীর অভিযোগ সঠিক নয়। তাদের জমি চাষাবাদে আমি কোনো বাধা দেয়নি। সেচ স্কিমের মিটার আমার নামে। ২২ বছর যাবত রজব আলী এ সেচ স্কিম চালিয়েছেন। এর আগে তিন বছর এ সেচ স্কিম আমি চালিয়েছি। কৃষকদের অনুরোধে সেচ স্কিম আমি ফিরিয়ে নিয়েছি। এখানে কোন প্রকার চাঁদা চাওয়া হয়নি।

সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, বিষয়গুলো আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেননি। আমরা বিষয়গুলোর খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানম...

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা