সারাদেশ

পাড় না বাঁধায় ভাঙছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ব্যক্তি মালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় পুকুরে পড়ে যেতে পারে বৈদ্যুতিক খুঁটি। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর হইতে রেললাইনের পাশদিয়ে কাওরাইদ সংযোগ সড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তি মালিকানাধীন পুকুর খনন করে মাছের চাষ করার কারনে এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা বাজার থেকে লাকচতল পর্যন্ত এবং শ্রীপুর থেকে কাওরাইদ বাজার যাওয়ার সংযোগ সড়কটি প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ও শিমুলতলা ঢালীপাড়া এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন।

এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তা দুইটি। রাস্তা রক্ষা করার স্বার্থে এলাকাবাসী বাঁশ ও বালুর বস্ত দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না। বালিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে। এ ছাড়া ঢালীপাড়া এলাকায়ও পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছে।

পথচারী সোহাগ মিয়া বলেন, জলাভূমিটি দীর্ঘদিন আগের। এখানে অনেকে মিলে মাছ চাষ করে। জলাভূমিটির পাড় ছিল। ধীরে ধীরে সেটাও ভেঙে গেছে।

শিমুলতলা ঢালীপাড়া এলাকার মামুন ঢালী মৎস্য খামারের মালিক, রাস্তাটির দুই পাশে তার মালিকানাধীন পুকুর নিজের জমিতে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছে। এখানে রাস্তার দুই পাশে ৬ ফুট করে জায়গা রয়েছে। যা সেই জায়গা এলজিইডির।

স্থানীয়রা বলেন, বালিয়াপড়া এলাকায় রেললাইনের পাশে মৎস্য খামার করার কারণে রেললাইন পথটিও ঝুঁকিতে রয়েছে এবং এলজিইডির পাকা রাস্তাটিও অনেকটা ভেঙে গেছে। তবে বালিয়াপাড়া গুলাঘাট এলাকায় বেশির ভাগ রাস্তা ভেঙেছে গেছে। রাস্তার পশ্চিম পাশে মৎস্য খামারটি হুমায়ুনের মালিকানাধীন রাস্তার পূর্ব পাশে সেটির মালিকানা তার নয়, অন্য একজনের।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ঢালী বলেন, পুকুরের পাড় না থাকায় এক জায়গায় বড় আকারে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি এলজিইডির কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে তারা কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না।

শ্রীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, সড়কটির কয়েক জায়গায় ভাঙন দেখা দেওয়ায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে রাস্তাটি বেঁধে দেওয়া হয়েছে। তা ছাড়া, বালিয়াপাড়া গুলাঘটসংলগ্ন পুকুরের মালিক দেরকে একাধিকবার বলা হয়েছে। উপজেলায় অনেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে থাকা পুকুরের পাড় বাঁধাই করা না থাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুরমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর বলেন, পুকুর মালিকদের পুকুরপাড় বেঁধে মাছ চাষ করার নির্দেশ দেওয়া রয়েছে। যারা পাড় বাঁধবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/টিআইসানি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা