সারাদেশ

পাড় না বাঁধায় ভাঙছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ব্যক্তি মালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় পুকুরে পড়ে যেতে পারে বৈদ্যুতিক খুঁটি। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর হইতে রেললাইনের পাশদিয়ে কাওরাইদ সংযোগ সড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তি মালিকানাধীন পুকুর খনন করে মাছের চাষ করার কারনে এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা বাজার থেকে লাকচতল পর্যন্ত এবং শ্রীপুর থেকে কাওরাইদ বাজার যাওয়ার সংযোগ সড়কটি প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ও শিমুলতলা ঢালীপাড়া এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন।

এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তা দুইটি। রাস্তা রক্ষা করার স্বার্থে এলাকাবাসী বাঁশ ও বালুর বস্ত দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না। বালিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে। এ ছাড়া ঢালীপাড়া এলাকায়ও পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছে।

পথচারী সোহাগ মিয়া বলেন, জলাভূমিটি দীর্ঘদিন আগের। এখানে অনেকে মিলে মাছ চাষ করে। জলাভূমিটির পাড় ছিল। ধীরে ধীরে সেটাও ভেঙে গেছে।

শিমুলতলা ঢালীপাড়া এলাকার মামুন ঢালী মৎস্য খামারের মালিক, রাস্তাটির দুই পাশে তার মালিকানাধীন পুকুর নিজের জমিতে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছে। এখানে রাস্তার দুই পাশে ৬ ফুট করে জায়গা রয়েছে। যা সেই জায়গা এলজিইডির।

স্থানীয়রা বলেন, বালিয়াপড়া এলাকায় রেললাইনের পাশে মৎস্য খামার করার কারণে রেললাইন পথটিও ঝুঁকিতে রয়েছে এবং এলজিইডির পাকা রাস্তাটিও অনেকটা ভেঙে গেছে। তবে বালিয়াপাড়া গুলাঘাট এলাকায় বেশির ভাগ রাস্তা ভেঙেছে গেছে। রাস্তার পশ্চিম পাশে মৎস্য খামারটি হুমায়ুনের মালিকানাধীন রাস্তার পূর্ব পাশে সেটির মালিকানা তার নয়, অন্য একজনের।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ঢালী বলেন, পুকুরের পাড় না থাকায় এক জায়গায় বড় আকারে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি এলজিইডির কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে তারা কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না।

শ্রীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, সড়কটির কয়েক জায়গায় ভাঙন দেখা দেওয়ায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে রাস্তাটি বেঁধে দেওয়া হয়েছে। তা ছাড়া, বালিয়াপাড়া গুলাঘটসংলগ্ন পুকুরের মালিক দেরকে একাধিকবার বলা হয়েছে। উপজেলায় অনেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে থাকা পুকুরের পাড় বাঁধাই করা না থাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুরমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর বলেন, পুকুর মালিকদের পুকুরপাড় বেঁধে মাছ চাষ করার নির্দেশ দেওয়া রয়েছে। যারা পাড় বাঁধবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/টিআইসানি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানম...

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা