নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রোববার (২৪ জানুয়ারি) ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন।
এ উপলক্ষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন। সংঠনের সহ-সভাপতি এইচ.এম. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ. মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সহসভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারো মজিদ-নাহার ফাউন্ডেশন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। অসহায়দের পাশে দাঁড়ানোর তাদের যে কার্যক্রম তা প্রশংসার দাবি রাখে। মানবিক এই সংগঠনটি কেবল শীতবস্ত্রই নয়, কর্মসংস্থান সৃষ্টিতেও বিভিন্ন সময় অসহায়দের মাঝে সেলাই মেশিনসহ নান উপকরণ বিতরণ করেছে। বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিবৃন্দ ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
সান নিউজ/এনএ/কেটি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            