সারাদেশ

নরসিংদীতে প্রবাসীর মানবিকতা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নাম আলমগীর হোসেন জাহাদ। জন্মস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নর ছোটতারগাঁও গ্রামে। বাবা সুরুজ মিয়া চৌধুরীর হাত ধরেই চাকরির সুবাধে দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে থাকেন।

কাজ করেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, নাইজেরিয়া, ব্রাজিল, দুবাই, কম্বোডিয়াসহ প্রায় দশটিরও অধিক দেশে। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন। ঘুরে দেখেন আশপাশের এলাকা। খোঁজ খবর নেন প্রতিবেশীদের দৈনন্দিন জীবন যাপনের। এই থেকে মনে দাগ কাটে এই প্রবাসীর। চিন্তা করেন কিভাবে সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেয়া যায়। এছাড়া দরিদ্র মানুষের দুঃখ দুর করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার। তারই লক্ষ্যে তিনি পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে জন্য তাদের হাতকে কর্মের হাতে পরিণত করার চেষ্টায় সেলাই মেশিন বিতরণ করার চিন্তা করেন।

এরই অংশ হিসেবে গত শনিবার (২৩ জানুয়ারি) তার নিজ বাড়িতে ৫০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া পানির জন্য বেশ কয়েকটি পরিবার নলকুপ না থাকায় তাদের জন্য নলকুপ বিতরণ করা হয়।

কথা প্রসঙ্গে প্রবাসী আলমগীর হোসেন জানান, সমাজের দায়িত্ববোধ থেকেই এই কাজে অংশগ্রহণ। পরবর্তীতে একটি ভ্রাম্যমাণ পোশাক তৈরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রমটি অব্যাহত রাখার চেষ্টা করবো। এছাড়া দরিদ্র পরিবারের জন্য বিয়ের অনুষ্ঠানের সহায়তা, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, পানির অভাব দুর করা, অর্থের অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহায়তা করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি নিজ অর্থায়নে ১৮টি অটোরিকশা, করোনাকালীন অসহায় পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। তার এই মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা