সারাদেশ

২০ বাংলাদেশি জেলেকে পিটিয়ে ছেড়ে দিল মিয়ানমার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে মারধর করে ৯ ঘন্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার (২০ জানুয়ারি) রাতে ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।

ইউপি সদস্য নুরুল আমিন বলেন, সেন্টমার্টিনের অদূরে গলাচিপা নামক এলাকায় টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি ট্রলারে মাছ শিকার করতে যায় ২০ জন জেলে। পরে বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনী এসে তাদের ধরে নিয়ে যায়। এরপর ৯ ঘন্টা তাদের আটকে রেখে মারধর করে। এছাড়াও তাদের ৩টি মাছ ধরার জাল নিয়ে নেয়। পরে বিকেল ৫ টার দিকে তাদেরকে ছেড়ে দেয়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মিয়ানমারের নৌ বাহিনী ধরে নিয়ে যাওয়া ৪টি ট্রলারসহ ২০ জন জেলে সন্ধ্যা ৭টায় টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। ২০ জন জেলেই টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা। তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় মুঠোফোনে কথা হয় ফেরত আসা শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার জেলে শামসু আলম (৩৯) এর সাথে। তিনি বলেন, গলাচিপা এলাকায় মাছ শিকারকালীন হঠাৎ কুয়াশার মধ্যে মিয়ানমারের নৌ বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আমাদেরকে খুব বেশি মারধর করেছে এবং জালগুলো নিয়ে নিয়েছে। এরপর বিকেল ৫টার দিকে ছেড়ে দেয়। তবে আমরা সবাই বাংলাদেশের অভ্যন্তরেই মাছ শিকার করছিলাম।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশি ২০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারি। এরপর শাহপরীর দ্বীপের ঘাট এলাকার জেলেদের সভাপতি জানিয়েছে বুধবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়ার জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার। এখন ২০ জন জেলে সবাই তাদের স্ব-স্ব বাড়িতে অবস্থান করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা