সারাদেশ

গাইবান্ধায় অবৈধ ইটভাটার ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। একইসাথে পরিবেশ নষ্ট, রাজস্ব ফাঁকি ও আইন-কানুনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে গড়ে ওঠা আরও এগারোটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয় ১৬ লাখ টাকা।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

এসময় পলাশবাড়ী উপজেলার সাকোয়া এলাকায় এমসিবি, এমআরবি, ও মহদীপুরের ঠুটিয়াপুকুরে এএফজে ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভাটায় থাকা আগুন নিভিয়ে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করা হয়। একইদিন পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিযান চালিয়ে আরও এগারোটি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয় এবং নিয়ম অনুযায়ী দ্রুত কাগজপত্র সম্পন্ন করতে বলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন সান নিউজকে জানান, স্কুল কিংবা বসতভিটার সীমানা থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু এই এলাকার অধিকাংশ ইঁট ভাটা মালিকরা সেই নিয়ম মানেননি। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুরু হয়েছিল ইঁটভাটা কার্যক্রম।

এসব ভাটা মালিককে আগে থেকে নোটিশ দেওয়া হলেও তারা লাইসেন্সের কোন নিয়মই মানেননি। অবৈধ ইঁটভাটা উচ্ছেদের লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা