সারাদেশ

আবারও বিয়ে করতে যাচ্ছে ধর্ষণ মামলার আসামি শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে ধর্মীয় পরিচয় গোপন করে ভুয়া কাগজে বিয়ের আশ্রয়ে সাতক্ষীরার আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামি যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার শিমুল বিশ্বাস। সে উপজেলার রায়পুর নলডাঙ্গা এলাকার পরিতোষ বিশ্বাসের ছেলে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার পলাতক আসামি শিমুল বিশ্বাস কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগামী পহেলা মাঘে পুনরায় বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, শিমুল বিশ্বাস মাগুরা নতুন বাজার এলাকায় জনৈক পিংকি সরকার নামের এক মেয়েকে পুনরায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। তবে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান ধর্ষণ মামলা সূত্রে জানা যায়, ‘বিগত ২০১৬ সালে শিমুল বিশ্বাস সাতক্ষীরায় আরএফএল কোম্পানিতে চাকরি করাকালে ভুক্তভোগী সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত ইউসুফ সানার কন্যা ধর্ষণ মামলার বাদী নাজরীন আক্তার পিয়া (২৩) নামের যুবতীর সাথে মুসলিম পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে শিমুল বিশ্বাস আকাশচুম্বি স্বপ্ন ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। ভুক্তভোগী ওই যুবতী শিমুল বিশ্বাসের সরল কথা বিশ্বাস করে পিতা মাতার অবাধ্য হয়ে তার সাথে বিয়ে করতে রাজি হয়। তারই জের ধরে শহরের আমতলা মোড়ে শিমুল বিশ্বাসের ভাড়া বাড়িতে গোপনে আসা-যাওয়া করাকালে মামলার বাদী ওই যুবতীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলতে জোরাজুরি করলে ভুক্তভোগী যুবতী তাতে রাজি না হলে শিমুল বিশ্বাস বিগত ২০১৬ সালের ১ মে দুইটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া এফিডেভিট লিখে এনে তাতে ভুক্তভোগীর স্বাক্ষর করিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বলে বিশ্বাস করায়। বিয়ের সুবাদে ওইদিনেই কাটিয়া আমতলা মোড়ের আজিজুল মাস্টারের ভাড়া বাড়িতে শিমুল বিশ্বাস ওই যুবতীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে মামলার বাদী ওই যুবতী স্ত্রী হিসেবে শিমুল বিশ্বাসের ভাড়া বাড়িতে স্ত্রীর মর্যাদায় সংসার করতে থাকে। সংসার করাকালীন ভুক্তভোগী যুবতী বুঝতে পারে শিমুল বিশ্বাস তার কাছে ধর্মীয় পরিচয় গোপন করে তার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। ধর্মীয় পরিচয় গোপনের বিষয়ে জানতে চাইলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে বিশ্বাস করায়। এর কিছুদিন পর তারা আজিজুল মাস্টারের ভাড়া বাসা ছেড়ে দিয়ে কাটিয়া মাস্টার পাড়ায় নতুন ভাড়া বাড়িতে প্রায় দুই বছর সংসার করে। কিছুদিন পর শিমুল বিশ্বাসের চাকরির সুবাদে বদলী হলে দু’জনে চট্টগ্রামে চলে যায় এবং সেখানে সংসার করতে থাকে। এর মধ্যে শিমুল বিশ্বাসের ঔরষে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে কৌশলে তাকে গর্ভপাত করায়।

পরবর্তীতে শিমুল বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া বদলী হয়ে স্ত্রীকে চট্টগ্রামে রেখে গোপনে একাই ব্রাহ্মণবাড়িয়া চলে যায়। এর কিছুদিন পরে ভুক্তভোগী ওই নারী ব্রাহ্মণবাড়িয়ায় তার স্বামীর সন্ধান পেয়ে সেখানে গিয়ে পুনরায় সংসার করতে থাকে। ব্রাহ্মণবাড়িয়ায় সংসার করাকালীন ওই যুবতী পুনরায় অন্তঃস্বত্তা হলে আবারো কৌশলে তার গর্ভপাত ঘটায় শিমুল বিশ্বাস। এ ঘটনায় দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে শিমুল বিশ্বাস ভুক্তভোগী ওই যুবতীকে সাতক্ষীরায় পাঠিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায় এবং স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দীর্ঘদিন স্বামীর যোগাযোগ না পেয়ে যশোরের রায়পুর নলডাঙ্গায় স্বামীর বাড়িতে চলে যায় ভুক্তভোগী ওই যুবতী। শিমুল বিশ্বাসের পিতা-মাতাসহ পরিবারের সবার সাথে বিগত ৪ বছরের সব ঘটনা বললে শিমুল বিশ্বাস তাকে চেনে না বলে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে বিগত ২০২০ সালের ১ নভেম্বর ভুক্তভোগী ওই যুবতী তার স্বামী শিমুল বিশ্বাসের সাথে দেখা করলে শিমুল বিশ্বাস তাকে চেনে না এবং তাদের কখনো বিয়ে হয়নি বলে পুনরায় অস্বীকার করে’।

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী ন্যায় বিচারের আশায় বিভিন্ন দারে দারে ঘুরে অবশেষে গত ২০২০ সালের ২৯ নভেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবতী ন্যায় বিচার চেয়ে শিমুল বিশ্বাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা