সারাদেশ

চাঁদপুরে এক নৌকায় উঠতে ১৪ আ.লীগ নেতার দৌড়াদৌড়ি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ প্রার্থীর জমজমাট লড়াই চলছে, কে হবেন নৌকার মাঝি। অপরদিকে, বিএনপিতে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে এ পর্যন্ত ৩ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।

ইতোমধ্যে তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এ পর্যন্ত কোনও প্রার্থীই দলীয় গ্রীণ সিগনাল পায়নি বলে জানা গেছে। গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের পৌর নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর।

যাচাই-বাছাই ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন হাজীগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি। তবে নতুন মুখ নাকি পুরোনোই থাকছে, তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

যদিও স্ব-স্ব প্রার্থীর পক্ষে তাদের শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানাভাবে ছবি পোস্ট করে সরগমর রেখেছেন নির্বাচনী মাঠ। পাশাপাশি পৌষের প্রচন্ড শীতের রাতেও চায়ের দোকানে চলছে জমজমাট আড্ডা। প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে চলে বাগযুদ্ধ। মার্কা পাওয়ার আগ পর্যন্ত এমন বাগবিতন্ডা চলতেই থাকবে বলে জানান কর্মী-সমর্থকরা।

তবে কর্মী-সমর্থকদের একটাই কথা, দলীয় প্রতীক যে পাবে তার পক্ষেই কাজ করবে সবাই। হাজীগঞ্জ পৌরসভা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এখানে বরাবরের মতো আওয়ামী লীগের ভোটই বেশি। পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ৪৫ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৯৫৫ জন এবং নারী ২২ হাজার ৩৯৩ জন।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় মেয়র পদে ১৪ জন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যায়। তারা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব-উল আলম লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটা আহসান হাবিব অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন।

পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহন, অধ্যাপক মো. সেলিম ও হাজি আবদুল মান্নান।

তবে দলীয়প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, দলীয় প্রার্থী হতে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তারা সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সবশেষে কেন্দ্রীয় কমিটি সভা করে চূড়ান্ত একক প্রার্থী ঘোষণা করবে।

অন্যদিকে, বিএনপি থেকে এখনও একক প্রার্থী হিসেবে আবদুল মান্নান খান বাচ্চুর নামই শোনা যাচ্ছে। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইমাম হোসেন ও উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদারও বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

প্রার্থিতা প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলীয়ভাবে আমরা এখনও প্রার্থী চূড়ান্ত করিনি। তবে স্থানীয় নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভায় সহসাই দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা