সারাদেশ

চাঁদপুরে এক নৌকায় উঠতে ১৪ আ.লীগ নেতার দৌড়াদৌড়ি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৪ প্রার্থীর জমজমাট লড়াই চলছে, কে হবেন নৌকার মাঝি। অপরদিকে, বিএনপিতে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে এ পর্যন্ত ৩ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।

ইতোমধ্যে তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এ পর্যন্ত কোনও প্রার্থীই দলীয় গ্রীণ সিগনাল পায়নি বলে জানা গেছে। গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপের পৌর নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর।

যাচাই-বাছাই ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন হাজীগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি। তবে নতুন মুখ নাকি পুরোনোই থাকছে, তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ।

যদিও স্ব-স্ব প্রার্থীর পক্ষে তাদের শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নানাভাবে ছবি পোস্ট করে সরগমর রেখেছেন নির্বাচনী মাঠ। পাশাপাশি পৌষের প্রচন্ড শীতের রাতেও চায়ের দোকানে চলছে জমজমাট আড্ডা। প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে চলে বাগযুদ্ধ। মার্কা পাওয়ার আগ পর্যন্ত এমন বাগবিতন্ডা চলতেই থাকবে বলে জানান কর্মী-সমর্থকরা।

তবে কর্মী-সমর্থকদের একটাই কথা, দলীয় প্রতীক যে পাবে তার পক্ষেই কাজ করবে সবাই। হাজীগঞ্জ পৌরসভা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এখানে বরাবরের মতো আওয়ামী লীগের ভোটই বেশি। পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ৪৫ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৯৫৫ জন এবং নারী ২২ হাজার ৩৯৩ জন।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় মেয়র পদে ১৪ জন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যায়। তারা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব-উল আলম লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটা আহসান হাবিব অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন।

পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহন, অধ্যাপক মো. সেলিম ও হাজি আবদুল মান্নান।

তবে দলীয়প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, দলীয় প্রার্থী হতে যারা আগ্রহ প্রকাশ করেছেন, তারা সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। সবশেষে কেন্দ্রীয় কমিটি সভা করে চূড়ান্ত একক প্রার্থী ঘোষণা করবে।

অন্যদিকে, বিএনপি থেকে এখনও একক প্রার্থী হিসেবে আবদুল মান্নান খান বাচ্চুর নামই শোনা যাচ্ছে। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইমাম হোসেন ও উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদারও বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

প্রার্থিতা প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলীয়ভাবে আমরা এখনও প্রার্থী চূড়ান্ত করিনি। তবে স্থানীয় নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভায় সহসাই দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা