সারাদেশ

সম্পত্তির লোভে ফুফুকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বুধবার (২৮অক্টোবর) বিকেলে উত্তর বাইশপুর ফকির বাড়িতে শামসুন্নাহার বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ফয়সাল আহম্মেদ পারভেজের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পরে পুলিশ সামছুন্নাহারের ভাইয়ের ছেলে ফয়সালকে গ্রেপ্তার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শামসুন্নাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাই বোরহান উদ্দিন মুন্সি ও ভাতিজা ফয়সালের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বৃদ্ধার স্বামী চিকিৎসার জন্য ঢাকায় যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফয়সাল তার ফুফুর বাড়িতে যান। এ সময় বাড়িতে তার ফুফু ছাড়া পরিবারের আর কোনো সদস্য ছিলেন না। কিছুক্ষণ পর ফয়সাল ও তার ফুফুর মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।

বুধবার সন্ধ্যায় আশপাশের কয়েকজন প্রতিবেশী ওই বৃদ্ধার বাড়িতে এসে দেখেন তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ। ভেতরে কোনো সাড়াশব্দও নেই। দরজা ধাক্কা দিয়ে তারা ভেতরে ঢুকে গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। পরে তারা ঘটনাটি পুলিশকে জানান। রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মতলব দক্ষিণ থানার পুলিশ। পরে অভিযান চালিয়ে ফয়সালকে স্থানীয় নৌকাঘাট এলাকা থেকে আটক করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ফয়সালকে আসামি করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার রাতেই চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ফয়সালকে কারাগারে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, ‘সম্পত্তিগত বিরোধের কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা