নিজস্ব প্রতিনিধি, সিলেট : রায়হান হত্যাকরীদের গ্রেপ্তারের অ্যাসাইনমেন্ট নিয়েই সিলেটে এসেছেন নিশারুল আরিফ। বুধবার (২৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সিলেটের অভিশপ্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর হাসপাতালে মৃত্যুবরণকারী আখালিয়া-নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এ নবনিযুক্ত কমিশনার।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন রায়হান হত্যাকান্ডের ঘটনায় যেহেতু পুলিশ অভিযুক্ত, এ কারণে আমি লজ্জিত। তবে এখন আমাদের টার্গেট মূল অপরাধিদের গ্রেপ্তার করা। তাদের বিচারের মুখোমুখী করতেই হবে। এ ব্যাপারে সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে। এ অ্যাসাইমেন্ট নিয়েই আমি সিলেট এসেছি।
রায়হানের পরিবারের সদস্যদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমি দেখা করেছি। তাদের সান্তনাও দিয়েছি। তাদের চাওয়া, মূল আসামীকে গ্রেপ্তার। আইন-শৃঙ্খলা বাহিনী সব বিভাগই এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট। জড়িত সবাইকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ ব্যাপারে তিনি সিলেটের সচেতন নাগরিকদের সাহায্য চেয়েছেন।
সান নিউজ/এক/এস