মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের সরদার মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার জলিল সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটেরপুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জুবায়ের সরদার। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নসিমনের চাকায় ঢুকে যান। গুরুতর অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। জুবায়েরের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাননিউজ/আরআরপি