কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া–পাবনা মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ যাত্রীছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো—পাশ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সিয়াম শেখ (১৬) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশিদ (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন ১১-৭৭০৭) সঙ্গে ভেড়ামারা যাত্রীছাউনি এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিয়াম শেখ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের আরোহী আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মোটরসাইকেল–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাঁদের বাড়ি পাশ্ববর্তী মিরপুর উপজেলায়। এ ঘটনায় মিনি ট্রাক ও মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
সাননিউজ/আরপি