মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে প্রায় ৬ হাজার ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৮৫ হাজার টাকা।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ কোস্ট গার্ডের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা পরবর্তীতে তাঁর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সাননিউজ/আরপি