ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে মাদকসহ গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় সে পুলিশের তালিকাভুক্ত আসামি।
মধুখালী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ মুক্তার হোসেন ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে রানাকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন।
তাকে রবিবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাননিউজ/আরপি