জেলা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা লেগে ২ কিশোর নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন : শবে মেরাজ আজ
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ত্রিমোহনী চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফা (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা ৩ জনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাতো ভাই।
আরও পড়ুন : নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ইসির হাতে নয়
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তিন কিশোর মোটরসাইকেলে ত্রিমোহনী এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ কিশোর গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই এলাকার আহত সেলিম হোসেনের ছেলে সিয়াম (১৬) এবং রফিকুল ইসলামের ছেলে সাফাকে (১৬) প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথের মধ্যে রাজশাহীর বিনোদপুর এলাকায় তার মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            