মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
রোববার (১২ জানুয়ারি) সিরাজদীখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
আরও পড়ুন: আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃ বৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন। আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোনো কারনে আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশ সুপারকে অনুরোধ করবো অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না।
উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে বা কোন দল ক্ষমতা আসবে তখন দেখা যাবে।
রোববার দুপুর ২টায় সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণীয় সংসদ মাঠে ঢাকা ব্যাংকের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় ৩০টি ট্রাক্টর ও ৩০টি সেলো মেশিন বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            