নিনা আফরিন (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে শীতের মৌসুমে ৫০টি পথ কুকুরদের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করতে ব্যবস্থা করা হয়েছে 'উষ্ণ বিছানা'।
আরও পড়ুন: বাসচাপায় নিহত ২
শনিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে (পাটের বস্তা, ধানের কুটা) দিয়ে এ এই উষ্ণ বিছানা বানিয়ে দেয়া হয়। এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মারুফ, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, বাইজিদ মুন্সি, সংগঠন এর এনিমেল লাভার্স সংগঠনের ডাটা কালেক্টর বাইজিদ মুন্সি,সদস্য এইচ এম মাসুদ, ইউসুফ রনি, আদনান রাকিব উপস্থিত ছিলেন।
অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী,ডাটা কালেক্টর,বাইজিদ মুন্সী বলেন,এই তীব্র শীতের হাত থেকে বাঁচতে মালিক বিহীন বা পথ কুকুরের জন্য আমরা প্রায় অর্ধশতাধিক উষ্ণতার বিছানা বানিয়ে দিয়েছি। আমরা এভাবেই প্রতিটি প্রাণীর জন্য কাজ করছি এবং যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ কাজ করেই যাবো।
উপজেলা নির্বাহী অফিসার, মো: রবিউল ইসলাম বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স সদস্যদের। রাস্তার কুকুরের জন্য একটু উষ্ণতা ছড়াতে রাস্তায় নেমা আসা আমাদের দেশে বিরল। আমরা আশাবাদী এই মহৎ কাজের মাধ্যমে জনগণ, সমাজ তথা দেশ সুন্দর একটি মেসেজ পাবেন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            