নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ার পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় শনিবার সন্ধ্যা রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাসার দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছে। এ ঘটমায় হিন্দু অধ্যুষিত ওই মহল্লায় আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন: রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন
মহাদেব কর্লোমকারের পরিবার জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে তিন জন তরুণ দরজায় নক করে। দরজা খুললে বাসার মধ্যে ঢুকেই গৃহবধূ অর্পিতা সরকারসহ দুই জনকে বেধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে তরুণ গ্যাং সন্ত্রাসীরা ডাকাতি করে বাসার পিছনের দরজা খুলে পালিয়ে যায়।
অর্পিতা সরকার জানান, আচমকা তাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে । চোখ মুখ হাত বেধে ফেলে । একইভাবে তার খালা শাশুড়ি শেফালী কর্মকার কে জিম্মি করে ফেলে। আলমিরার চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। এসময় বাড়ির এক ভাড়াটিয়া অনিমা রাণী সামনের দরজায় নক করলে ডাকাতরা পেছনের দরজা দিয়ে দ্রুত চলে যায়।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। চুরির জন্য তিনজন ওই বাসায় ঢুকেছিল। স্বর্ণালঙ্কার টাকা পয়সা কী চুরি হয়েছে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। ওই পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রকৃত তথ্য জানা যাবে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            