জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামে পেঁয়াজের বীজ বপনের সময় বজ্রপাতে ইমন জমাদ্দার (৩০) নামে ১ কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাসচাপায় নিহত ১
নিহত কৃষক, নর্থ চ্যানেল ইউনিয়নের সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা আফজাল জমাদ্দারের ছেলে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, এই ঘটনার সময় জমিতে পেঁয়াজের বীজ বপন করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            