জেলা প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় মরিচক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামের ১ কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিস্ফোরণে রাতভর কাঁপল টেকনাফ
নিহত কৃষক, ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বৃহস্পতিবার সকালে নিজের মরিচক্ষেতে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            