জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উপজেলার বালশাবাড়ি বাজারে বাসচাপায় নজরুল ইসলাম (৩৫) নামে ১ ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের
নিহত ব্যক্তি, সাবেক শিবির নেতা এবং শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন।
জানা যায়, পাবনা-ঢাকাগামী শ্যামলী পরিবহনের ১টি বাস বালশাবাড়ি বাজারে বিপরীত দিক থেকে আসা ১টি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর মোটরসাইকেলটিকে কিছুদূর টেনে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিস্ফোরণে রাতভর কাঁপল টেকনাফ
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, বাসচাপায় ১ জনের মৃত্যু হয়েছে। এই0 বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            