মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় গ্রীস প্রবাসীসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ৬ গাড়ি সংঘর্ষে আহত ২৫
নিহতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন, শফিকুল তার স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের ৩ জনের মৃত্যু হয়। এতে আরও ৪ জন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাবার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে আছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান নিউজ/এমএইচ