সংগৃহীত ছবি
সারাদেশ

৩ দিন পর সুন্দরবনের আগুন নিভেছে

জেলা প্রতিবেদক: বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন ৩ দিন পর নিভেছে।

মঙ্গলবার (৭ মে) বনে কোথাও আর আগুন দেখা যায়নি।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার (৬ মে) সর্বশেষ র্পযন্ত ওপর থেকে ড্রোনের সাহায্যে ধোঁয়া শনাক্ত করে কয়েক জায়গা পানি ছিটানো হয়েছে। এরপর দুপুরের আর কোথাও আগুন দেখা যায়নি বলে জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোহাম্মদ কাজী নুরুল করিম।

এর আগে শনিবার (৪ মে) দুপুরে আগুনের খবর পাওয়া যায়। ১ম দিন স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করেন। এর পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি।

আরও পড়ুন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

তার পর রোববার বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তাদের সাথে যোগ দেন বিমান বাহিনীর ১টি হেলিকপ্টার। কিন্তু এতে পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সন্ধ্যা হয়ে যাওয়ায় ২য় দফায় আগুন নেভানোর কাজ বন্ধ করতে হয়ছে। এর পরের দিন সোমবার সকালে আবার শুরু হয় আগুন নেভানোর কাজ এবং অবশেষে দুপুরের দিকে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: সুন্দরবনে আগুন, খতিয়ে দেখার নির্দেশ

সোমবার বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে হয়েছে। আমরা ড্রোন দিয়ে ওপর থেকে পরীক্ষা করে দেখেছি। দুপুরের দিকে দু’একবার ধোঁয়া উড়তে দেখে সাথে সাথে ডিটেক্ট করে পানি ছেটানো হয়। এ সময় দুপুরের পর থেকে আর কোথাও আগুন দেখা যায়নি। এই আগুনটা গ্রাউন্ড ফায়ার বা তুষের মত নিচে ছড়িয়ে যায় বলে আমরা ৩ দিন অবজার্বেশনে রাখব।

আরও পড়ুন: সব প্রাথমিক বিদ্যালয় খুলল আজ

আগুনে ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখানে যে এলাকায় আগুন লেগেছে সেখানের ম্যাক্সিমাম হচ্ছে বলা গাছ ও কিছু সুন্দরী গাছ। আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা এর পরে তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজিটাল ব্র্যান্ডিং লিডার দেবাশীষ দাস

দেশের অন্যতম সৃজনশীল টেলিভিশন গ্রাফিক্স ও ডিজিটাল ব্র্যান্ডিং বিশেষজ্ঞ দেবাশী...

ইয়োগা ও মানসিক সুস্থতার

দেশের ডিজিটাল ব্র্যান্ডিং ও ব্রডকাস্ট গ্রাফিক্স জগতের অন্যতম পরিচিত মুখ দেবাশ...

মোশন গ্রাফিক্স ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা

আজকের বিশ্ব প্রযুক্তির অদ্ভুত এক মোড়ে দাঁড়িয়ে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (A...

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা