জেলা প্রতিনিধি: সিলেটে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আরও পড়ুন: পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে শ্যালিকাকে বিয়ে দিয়েছিলেন মনাই। দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলা চলছে।
আরও পড়ুন: সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি
মঙ্গলবার রাতে এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসেছিল। সালিশের একপর্যায়ে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            