ভোলা প্রতিনিধি: উপকূলীয় জেলা ভোলায় দেশের জনপ্রিয় তৈরি পোশাক ব্র্যান্ড দর্জিবাড়ি’র নতুন আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর
শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদের সামনে দেশের ৪৬তম দর্জিবাড়ি এ আউটলেটের উদ্বোধন করা হয়।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দীন লিংকন ও ভোলা পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহে আলম।
আরও পড়ুন: রমজানে রাইডারদের জন্য ফুডপ্যান্ডার বিশেষ ক্যাম্পেইন
আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ ও ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলসহ অনেকে।
উদ্বোধনকালে বক্তারা বলেন, দর্জিবাড়ি স্বল্প সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের চাহিদা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের পোশাক কালেকশন নিয়ে ভোলায় দর্জিবাড়ি যাত্রা শুরু করছে।
আরও পড়ুন: ঈদে ঘরে বসে বাসের টিকিট কাটুন উপায়ে
ব্র্যান্ডটি মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। দর্জিবাড়ির পোশাক নিজস্ব ফ্যাক্টরিতে আধুনিক মানসম্মতভাবে উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়।
অন্যান্য উৎসবের মতো আসছে ঈদে ফ্যাশন হাউজ দর্জিবাড়ি পুরুষদের জন্য এনেছে নান্দনিক ডিজাইনের সব পোশাক। তাই যে কেউ ঘুরে আসতে পারেন ভোলার দর্জিবাড়ি শো-রুম থেকে। এখানে ছেলেদের পছন্দের সকল ধরনের পোশাক পাওয়া যাবে।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            