জেলা প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁওয়ের কোদাল কাটা বিল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : সাজ্জাদ হত্যায় জড়িতদের শাস্তির দাবি
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ওই লাশ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কোদাল কাটা বিল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন : পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করে কোদাল কাটা বিলে মাটিচাপা দিয়ে রাখা হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সান নিউজ/এমআর