ছবি : সংগৃহিত
আর্টস
ঢাকা পোস্ট

বর্ষসেরার পুরস্কার পেলেন ভয়েস আর্টিস্ট রাজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার ২০২২ পেয়েছেন সুমধুর-দরাজ কণ্ঠস্বর, অত্যন্ত মেধাবী, তরুণ ও প্রতিভাবান ব্যক্তিত্ব এসআই রাজ। প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার এই পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। ঢাকা অফিস থেকে ১৪ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সারাদেশ থেকে আরও ৬ জন জেলা প্রতিনিধিকে বর্ষসেরার পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটির সম্পাদক।

পুরস্কার প্রাপ্তি ও অনুভূতি বিষয়ে জানতে চাইলে এসআই রাজ বলেন, "আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জানাই আমার সৃষ্টিকর্তার প্রতি। ঢাকা পোস্টের মতো শীর্ষ ও প্রথম সারির অনলাইন গণমাধ্যমে বর্ষসেরা কর্মী হতে পারাটা সত্যিই অনেক গর্বের। তার চেয়ে বড় গর্ব হলো আমাদের সম্পাদক মহিউদ্দিন সরকার ভাই। যার নেতৃত্বে এতো অল্প সময়ে Dhakapost.com আজ পাঠকের আস্থার গণমাধ্যম হতে পেরেছে। সেই সাথে আমাদের চিফ রিপোর্টার, নিউজ এডিটর, টিম লিডার, সকল রিপোর্টার, ডেস্ক এবং জেলা প্রতিনিধিসহ আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার নামই হলো ‘ঢাকা পোস্ট। কৃতজ্ঞতা সবার প্রতি।"

তিনি আরও বলেন, "ঢাকাপোস্টের সবাই এক-একজন সেরাদের সেরা কর্মী। এখানে আলাদাভাবে সেরা হওয়া বা না হওয়াতে তেমন কিছু নেই। আমি বিশ্বাস করি আমরা সবাই সেরা। যার প্রমাণ আমরা ইতোমধ্যে আমাদের সম্মানীত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পেয়েছি। তারপরও পুরস্কার বা স্বীকৃতি হলো কাজের অনুপ্রেরণা। এসআই রাজ মানেই ঢাকা পোস্ট। আমার কর্মজীবনের এই জার্নিতে ঢাকা পোস্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার দেখা ফ্রেন্ডলী এবং কর্মীবান্ধব মিডিয়া হাউজগুলোর মধ্যে ঢাকা পোস্ট অন্যতম। আর তার সবটাই সম্ভব হয়েছে প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা আর শুভাকাঙ্ক্ষীদের জন্য। আমরা আরও বহুদূর এগিয়ে যাবো, ইনশা-আল্লাহ। দোয়া আর ভালোবাসা চাই সবসময়।

সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

এ সময় ঢাকা পোস্টের বার্তা সম্পাদক আবু রাসেল, প্রধান প্রতিবেদক আদনান রহমান, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস ইনচার্জ ফারুক আহমেদ, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক প্রমুখসহ প্রতিষ্ঠানটির সকল কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসআই রাজ। পুরো নাম সিরাজুল ইসলাম (রাজ)। স্টুডেন্ট থাকাকালীন ২০১৬ সালে ইংরেজি জাতীয় দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকাতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে গণমাধ্যমে পথচলা শুরু করেন। তার বছর খানিক পর থেকে আইপি টিভি নতুন সময় টেলিভিশনে যোগদানের মাধ্যমে নিউজে কাজ শুরু করেন তিনি। এরপর নিজস্ব প্রতিবেদক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকাতে কাজ করেন লম্বা সময়।

বর্তমানে এসআই রাজ ২০২০ সালের ডিসেম্বরে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ভিডিও, অডিও, ভয়েস ওভার, নিউজ প্রজেন্টেশন এবং পডকাস্ট নিয়ে কাজ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবারেল ইসলামিক জোট'র মত বিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজধানীতে লিবা...

মানিকছড়িতে মদসহ দুই নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি...

বায়ুদূষণে আজ ঢাকা ১১তম

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকা...

আপস হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে।...

চট্টগ্রামে কলোনির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আমিন জুটমিলে পাশের একটি বস্তিত...

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও...

রেলওয়ে যুক্ত হচ্ছে আরও ৫ জেলায়

জেলা প্রতিনিধি: বাংলাদেশে বর্তমানে ৪৩ জেলা রেল সেবা যুক্ত রয়...

বাসের ধাক্কায় পুলিশ কর্মকতার মূত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মোটরসাইকেলে বাসে...

অর্থ সচিবের সাথে আইএমএফের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা