শিল্প ও সাহিত্য

ফরিদপুরে চলছে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে ৩দিন ব্যাপী সম্মিলিত চিত্র প্রদর্শনী। ফরিদপুর ছবি আঁকা চর্চার সংগঠন কালার পয়েন্টের উদ্দ্যেগে শুক্রবার থেকে চলছে এ প্রদর্শনী। আয়োজরা বলছেন ছবির মাধ্যমে শিশু-কিশোরের মানসিক বিকাশের জন্যই এ আয়োজন।

আরও পড়ুন: ইউক্রেনে মেয়র নিয়োগ দিয়েছে রাশিয়া

এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অধ্যাপক রেজভী জামান ও আয়োজক কালার পয়েন্টের পরিচালক রেজাউল করিম জুয়েল।

চিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলার শিশু-কিশোর ও নবীন-প্রবীণ ৬০জন চিত্রশিল্পীর আঁকা তেল রং, জল রং, এক্রেলিক রং, পেন্সিল স্কেচসহ ৯৭টি ছবি প্রদর্শিত হচ্ছে। শিল্পীদের আাঁকা ছবিতে আবহমান গ্রাম বাংলার রূপ ও প্রকৃতি ফুটে উঠেছে।

আছে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি। তিন দিনের এই চিত্র প্রদর্শণীতে শিশু-কিশোর আর নবীন-প্রবীণের প্রদচারনায় মুখরিত রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস। প্রতিদিন সকাল ৮টা থকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মক্ত থাকবে। শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে রবিবার রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, খুব ভালো লাগছে। তবে এ ধরনের চিত্র প্রদর্শনী মাঝে মাঝে হলে ভালো হয়। এখানে চিত্রশিল্পীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে, অদ্ভুত একটি ব্যাপার। এখানে বাচ্চারা যে ছবি এঁকেছে ওদের যে লাইন, রেখা, রং, ওদের যে কালার কম্পজিশন এতে অনেক কিছু শিখবার আছে।

কালার পয়েন্টের পরিচালক রেজাউল করিম জুয়েল জানান, কালার পয়েন্ট স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের পাঠ বইয়ের পাশা পাশি তাদের মানুষিক বিকাশের জন্য ছবি আঁকার চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সৃজনশীল কাজের জন্য, তাদের উদ্ভুদ্ধ করার জন্য আমরা এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

এই শিল্পের মাধ্যমে একটি শিশুর বা মানুষের চিন্তা চেতনার বিস্তৃতি ঘটে তা অন্য কোন মাধ্যমে সম্ভব না। এ জন্য আমি এ আয়োজন করেছি। আগামিতে দেশে ও দেশের বাইরেও এ ধরনের আয়োজন করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আজকের এই আর্ট গ্যালারিতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের অঙ্কন আমাদের মুগ্ধ করেছে। এটি খুদে শিক্ষার্থীদের একটি প্রাণবন্ত সৃষ্টিকর্ম। আমি বিশ্বাস করি যুগ যুগ ধরে এটি টিকে থাকবে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে পড়বে। আর রাজেন্দ্র কলেজের পাশে একটি স্থায়ী আর্ট গ্যালারী নির্মাণ করা হবে সেখানে সাড়া বছর ধরে আর্ট এক্সিবিশন চলবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা