স্পোর্টস ডেস্ক : ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর শুরু হতে আর মাস দুয়েক বাকি। তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনা। চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। এরমধ্যেই খবর, বাংলাদেশে আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি।
আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা
সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি।
রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাজ ব্রিজে হবে অফিসিয়াল ফটোশ্যুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে
সর্বসাধারনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল।
বসুন্ধরা শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শণ করা হবে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                    