ছবি-সংগৃহীত
খেলা

অধিনায়ক মনোনয়নে অস্থিরতা নেই

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা কে হচ্ছেন তামিমের জায়গায় নতুন অধিনায়ক? এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও কৌতুহলের শেষ নেই। কানাঘুষা চলছে, এশিয়া কাপের মাস খানেক আগে নতুন অধিনায়ক মনোনীত করতে গিয়ে চাপে পড়েছে বিসিবি। কিন্তু বিষয়টি মানতে নারাজ বোর্ডের অন্যতম নীতি নির্ধারক সিনিয়র পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

আরও পড়ুন : অধিনায়কত্ব ছাড়লেন তামিম

শনিবার (৫ আগস্ট) দুপুরে শেরে বাংলায় মিডিয়ার সাথে আলাপে মল্লিক জানান, ‘অধিনায়ক ঠিক করা নিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই।’

তিনি বলেন, তামিম অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোটা যে একটা ধাক্কা, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। উনারা (বোর্ড সভাপতি ও অন্যান্য শীর্ষ কর্তা) খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই।

জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর ও অন্যতম সিনিয়র পরিচালক খালেদ মাহমুদ সুজনকে এখন বোর্ডের কার্যক্রমে একটু কম দেখা যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘সুজন ভাই তো আছেন। উনি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। অপারেশন্সেরও ভাইস চেয়ারম্যান। পরশু দিনও আমি দেখেছি বোর্ড সভাপতির সঙ্গেও বিভিন্ন কিছু নিয়ে কথা বলছেন।’

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

আজ দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক যখন মিডিয়ার সঙ্গে কথা বলেন, তখন বিপিএল প্রসঙ্গও চলে আসে। বলাবাহুল্য, তিনি বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য সচিব।

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য সচিব। তাই তার কাছে বিপিএল প্রসঙ্গও প্রশ্ন করেন সাংবাদিকরা।

বিপিএলের সময়সূচি নিয়ে এক প্রশ্নে মল্লিক বলেন, ‘আমরা আগেই বলেছি, জাতীয় নির্বাচনের এক সপ্তাহের মধ্যে শুরু করব। দলগুলোর সঙ্গেও সেভাবেই কথা চলছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা