ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে থাকায় তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

আরও পড়ুন : দেশে ফিরেই উইকেট দেখলেন হাথুরু

২১ বছর বয়সী শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সম্প্রতি দুটি চারদিনের ম্যাচ খেলেছেন। প্রথমটিতে দল হারলেও দুই ইনিংসেই লড়াকু হাফসেঞ্চুরি (৭৩ ও ৫০) হাঁকিয়ে নজর কাড়েন। পরেরটিতে প্রথম ইনিংসে ৩ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত থাকেন। ওই টেস্টে ড্র করে বাংলাদেশ 'এ' দল।

২০টি প্রথম শ্রেণির ম্যাচে এরই মধ্যে দুটি সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত। ১০টি হাফসেঞ্চুরিসহ ৩৬.১৪ গড়ে করেছেন ১২৬৫ রান।

অন্যদিকে ২০ বছর বয়সী ডানহাতি পেসার মুশফিক হাসান নির্বাচকদের রাডারে অনেকদিন ধরেই। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ উইকেট পেয়েছেন। ক্যারিবীয় 'এ' দলের বিপক্ষে সবশেষ দুই টেস্টে নিয়েছেন ৫টি উইকেট।

আরও পড়ুন : শেষ টেস্টে টাইগারদের দুর্দান্ত ড্র

এই দুই তরুনের দলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।'

১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আগামী ১০ জুন ঢাকায় আসার কথা রশিদ-মুজিবদের।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা