খেলা

চট্টগ্রামের বিপক্ষে রংপুরের বড় জয়

সান নিউজ ডেস্ক : বিপিএলে আজ সোমবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম খেলায় ৫৫ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচে রংপুরের এটি তৃতীয় জয়, অন্যদিকে সাত ম্যাচে পঞ্চম হার চট্টগ্রামের।

আরও পড়ুন: শোয়েব ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

এদিন চট্টগ্রামের সামনে ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় রংপুর। চট্টগ্রামের অধিনায়ক শুভাগতহোম চৌধুরী লড়াই করলেন কিন্তু বাকিরা তেমন সুবিধা করতে না পারায় হার এড়াতে পারে নি তার দল। দলের অন্যতম পারফর্মার আফিফ হোসেন অসুস্থতার কারণে নামতে পারেননি ব্যাটিংয়েই। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের সঙ্গে তাই লড়াইটাও করতে পারলো না শুভাগতর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। ১১ রানের মধ্যে হারায় তাদের তিন টপঅর্ডার-উসমান খান (৪), খাজা নাফে (৬) আর তৌফিক খানকে (০)। এরপর দারউইশ রসুলি ১৭ আর পরে জিয়াউর রহমান ১২ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৪ রান করে আউট হন।

একাই অনেকটা সময় লড়াই করেন অধিনায়ক শুভাগতহোম। তার ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় ৫২ রানের ইনিংসটি দলকে জেতানোর মতো পরিস্থিতিতে নিতে পারেননি। ১৪তম ওভারের প্রথম বলে হারিস রউফের শিকার হন তিনি। এরপর চট্টগ্রামের ইনিংস ১৬.৩ ওভার পর্যন্ত যায়। করতে পারে মোটে ১২৪ রান।

রংপুরের হয়ে পেসার হারিস রউফ ১৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২৪ রানে দুই উইকেট শিকার বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের। একটি করে উইকেট নিয়েছেন ওমরজাই, হাসান মাহমুদ ও মেহেদি হাসান।

আরও পড়ুন: চট্টগ্রামের টস জয়, ব্যাটিংয়ে রংপুর

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারায় রংপুর। ইনিংসের তৃতীয় বলেই আউট হন মেহেদি হাসান। বিপদে পড়ে রংপুর রাইডার্স।

তবে সাময়িক চাপ সামাল দেন নাইম শেখ ও পারভেজ হোসাইন ইমন। কিন্তু ইমন বেশিক্ষন টিকতে পারেন নি। ব্যক্তিগত ৬ রানে শুভাগতর বলে ক্যাচের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন শোয়েব মালিক। মোহাম্মদ নাইম এবং শোয়েব মালিক মিলে জুটি গড়েন। ২৯ বলে ৩৪ রান করে বিদায় নেন মোহাম্মদ নাইম। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ২৪ বলে ৪২ করে ফেরেন ওমরজাই। এরপর একে একে নেওয়াজ ৯ ও শামিম হেসেন ৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি খেলোয়াড় মালিক। ৫টি করে চার এবং ছক্কার মার মেরেছেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট নেন অধিনায়ক শুভাগত হোম এবং ১ উইকেট নেন বিজয়কান্ত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় রংপুরের অবস্থান তৃতীয় এবং চট্টগ্রাম ষষ্ঠ অবস্থানে রয়েছে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা