স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে হংকং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারতের বিপক্ষে। দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটি।
আরও পড়ুন: ছাত্রনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী
টস জিতে নিজাকাত বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে যাচ্ছি। ওমানে আমরা ভালভাবে রান তাড়া করেছি এবং আমরা সেটাই করতে চাচ্ছি। শেষবার আমরা ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলেছিলাম। দারুণ একটা ম্যাচ ছিল তবে আমরা জানি আমরা কিছু ভুল ছিল এবং সেসব ভুল আর করতে চাই না। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমরা যে দল খেলেছি ভারতের বিপক্ষেও একই দল আছে।'
টসে হেরে রোহিত শর্মা বলেছেন, ' আমরাও আগে বোলিং করতে চেয়েছি। উইকেটে ঘাস আছে কিছু। বড় স্কোরের জন্য খেলব। আমাদের বিবেচনায় থাকবে না প্রতিপক্ষ কারা।'
আরও পড়ুন: গম আমদানি করবে সরকার
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো হার্দিকপান্ডিয়াকে বিশ্রামে রাখার কথা জানিয়েছেন রোহিত শর্মা। তার বদলে একাদশে রাখা হয়েছে ঋষভ পান্তকে।
হংকং: নিজাকত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাককেনি (উইকেট রক্ষক), জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফার।
আরও পড়ুন: বাস ভাড়া কমল
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক (উইকেট রক্ষক), ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            