খেলা

রাজস্থানকে হটিয়ে দিলো হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক: ম্যাচের ভাগ্য আগেই শেষ হয়ে গিয়েছিলো। ১২ বলে দরকার ৬ রান। ১৯তম ওভারে বল হাতে নেওয়া মোস্তাফিজুর রহমানের কী বা করার আছে তখন! অলৌকিক কিছু ঘটাতে পারলে হয়তো আশা বেঁচে থাকতো। বাংলাদেশি পেসার প্রথম বলটা ডট দিলেও পরের দুই বলে দিলেন বাউন্ডারি। অলৌকিক কিছু না ঘটে বরং সহজ জয় নিশ্চিত হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে যে জয়ে গাণিতিক হিসাবে এবারের আইপিএলের শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে কেন উইলিয়ামসনরা।

পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে হায়দরাবাদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুবাইয়ের ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। রাজস্থানের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করা ১৬৪ রান ৩ উইকেট হারিয়ে ৯ বল আগেই টপকে যায় হায়দরাবাদ। ফলে আইপিএলের শেষ চারের স্বপ্ন টিকে থাকলো তাদের। ১০ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পাওয়া হায়দরাবাদ ৪ পয়েন্ট নিয়ে তলানিতে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোস্তাফিজরা।

রাজস্থানের কাছে হারলে একরকম বিদায়ঘণ্টা বেজে যেতো হায়দরাবাদের। কারণ ১০ ম্যাচে তখন উইলিয়ামসনদের পয়েন্ট থাকতো ২। আর রাজস্থান ১০ পয়েন্ট নিয়ে উঠে যেতো চারে। সেই হিসাবে হায়দরাবাদ বাকি থাকা ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ পয়েন্ট পেতে পারতো। সবমিলিয়ে পয়েন্ট হতো ১০। কিন্তু রাজস্থান (১০ পয়েন্ট ধরে) বাদে শীর্ষ চারের অন্য দলগুলো- চেন্নাই সুপার কিংস (১৬), দিল্লি ক্যাপিটালস (১৬) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (১২) পয়েন্ট তাদের চেয়ে এখনই বেশি।

দল হারলেও মোস্তাফিজ এই ম্যাচেও তার কার্যকারিতার প্রমাণ রেখেছেন। প্রথম ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সব মিলিয়ে ৩.৩ ওভারে তার খরচ ২৬ রান।

ডেভিড ওয়ার্নারকে বসিয়ে হায়দরাবাদ একাদশে সুযোগ দিয়েছিলো জেসন রয়কে। ইংলিশ ওপেনার সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যানের ৪২ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলা ৬০ রান জয়ের ভিত গড়ে দেয়। যে ভিতের ওপর দাঁড়িয়ে অধিনায়ক উইলিয়ামসন ৪১ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় হার না মানা ৫১ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। অভিষেক শর্মা ১৬ বলে ১ চার ও সমান ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। ১১ বলে ১৮ রান করে যান ঋদ্ধিমান সাহা। আর মোস্তাফিজের মুখোমুখি প্রথম বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান প্রিয়াম গর্গ।

এর আগে ব্যাটিংয়ে রাজস্থানকে একাই টেনেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৫৭ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় এই উইকেটকিপার খেলেন ৮২ রানের অসাধারণ ইনিংস। ২৩ বলে ৩৬ রান করেন যশস্বী জয়সওয়াল। ২৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মহিপল লমরর।

হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার সিদ্ধার্থ কাউল। ৪ ওভারে ৩৬ রান দিয়ে তার শিকার ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা