আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় ৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় হিন্দোলির কাছে জয়পুর জাতীয় মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ২
নিহতরা হলো, ভারতের উত্তর প্রদেশের দেওয়াসের বাসিন্দা। তারা সিকার জেলার খাতু শ্যাম মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন।
বুন্দির অতিরিক্ত পুলিশ সুপার উমা শর্মা জানান, রোববার ভোরে অজ্ঞাত একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। এ সময় আমরা অজ্ঞাত সেই গাড়ির সন্ধান করছি। এর জন্য ১টি বিশেষ দল গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            