খেলা

মেসিকে সতর্ক করেলেন ফ্যাব্রেগাস

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছর বার্সেলোনায় থাকার পর নতুন ঠিকানা হিসেবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) বেছে নিয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার নতুন ক্লাবটিতে প্রথম দিনের অনুশীলনও সেরে ফেলেছেন তিনি। নতুন জায়গায় মানিয়ে নেয়ার কাজটা ভালোভাবেই করছেন আর্জেন্টাইন জাদুকর।

তবে মেসির জন্য ফ্রান্সে খেলাটা যে অত সহজ হবে না, তা মনে করিয়ে দিতেও ভোলেননি তার সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস। যিনি বর্তমানে খেলছেন ফ্রান্সেরই আরেক ক্লাব মোনাকোতে। যারা পিএসজির সঙ্গে সমানে সমান লড়াই করে লিগ শিরোপার দৌড়ে। তাই মেসিকে সতর্ক করে দিয়েছেন ফ্যাব্রেগাস।

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি মৌসুম মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন ফ্যাব্রেগাস। এর আগে ইয়ুথ ক্যারিয়ারেও লা মাসিয়ায় সতীর্থ ছিলেন মেসি ও ফ্যাব্রেগাস। তাই স্প্যানিশ তারকা বার্সেলোনা ছেড়ে গেলেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। বরং তা প্রতিনিয়ত শক্তই হয়েছে।

দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে সতর্ক করে দিয়ে ডেইলি মেইলে দেয়া সাক্ষাৎকারে ফ্যাব্রেগাস বলেছেন, ‘অবশ্যই পিএসজি যখন লিগ জিততে ব্যর্থ হয়, তখন সবাই এটিকে ভয়াবহ ব্যর্থতা হিসেবেই ধরে নেয়। কারণ তারা (পিএসজি) অনেক বেশি টাকা ব্যয় করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই এটিকে (লিগ ওয়ান) এক দলের লিগ মনে করে। কিন্তু গত পাঁচ বছরে মোনাকো এবং লিল কিন্তু এটি ভেঙে দেখিয়েছে। বিষয়টা মানুষ যত সহজ ভাবে তেমন নয়। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আগ্রাসী দল রয়েছে। যাদের দ্রুতগতিসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে।’

তবে প্যারিসের ক্লাবে মেসির আগমন যে পুরো ফ্রান্সের ফুটবলের জন্যই অনেক বড় একটা ইতিবাচক জোয়ার বয়ে এনেছে, তাও জানিয়েছেন ফ্যাব্রেগাস। বিশেষ করে সব দলের খেলোয়াড়রাই এখন মেসির বিপক্ষে খেলার জন্য অপেক্ষায় থাকবে বলে মনে করেন তিনি।

ফ্যাব্রেগাস বলেছেন, ‘সব ছেলেরাই উত্তেজিত, মেসির বিপক্ষে খেলতে পারবে জেনে। সবাই তার (মেসি) জার্সি চায়। আমি তাদের বলেছি, আমরা এখানে ২৫ জন এবং তার কাছে হয়তো সর্বোচ্চ দুইটা জার্সিই থাকবে।’

এসময় নিজ দল মোনাকোর বিষয়ে তিনি বলেন, ‘মোনাকো দলটিতে অনেক তরুণ প্রতিভা রয়েছে। এটা (মেসির আগমন) তাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে। যখন সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়, তখন তারা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টাই করবে। আমাদের মেসিকে ছাড়াও সবকিছু নিয়ে ভাবতে হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা