খেলা

ভালো করার ‘উপায় খুঁজছে’ দিশেহারা অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে খেলতে আসবেন, আর সাঁড়াশি স্পিন আক্রমণের মুখে পড়তে হবে না, তা কী হয়? অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে পা রেখেও পড়েছে সেই স্পিনের মুখেই। মিরপুরের মন্থর উইকেটে প্রথম টি-টোয়েন্টিতে সেই স্পিন বিষে নীল হয়েই তো ম্যাচটা হেরেছে ২৩ রানে। এ থেকে বের হতে হলে ভালো খেলতে হবে স্পিনেই, উপলব্ধি অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডের। শিগগিরই এর উপায় খুঁজে বের করার তাগাদাও দিলেন দলকে।

উইকেট যতো কঠিনই হোক, ১৩০ রান তো কোনো পরিস্থিতিতেই অনতিক্রম্য নয়। সেটাও মানছেন অজি অধিনায়ক। ম্যাচের পর তার প্রতিক্রিয়া, ‘১৩০ রান তাড়া করার সময় কেবল একটা বড় জুটি দাঁড় করাতে পারলেই হয়, সেটা আমরা পারিনি। এখানেই ম্যাচটা খুইয়েছি।’

এ থেকে বেরিয়ে আসতে হলে স্পিনকে সামলাতে হবে ভালোভাবে, সেটা ভালোভাবেই জানেন ওয়েড। তবে বাংলাদেশের অচেনা কন্ডিশনে কাজটা সহজ নয়, সেটাও জানালেন তিনি। বললেন, ‘অবশ্যই আমরা স্পিনে আরও ভালো করতে চাই। তবে এটা লুকানোর উপায় নেই যে এমন কন্ডিশনে কাজটা কঠিন। তবে অনেক অনেক স্পিন খেলতে হবে জেনেই এখানে এসেছি আমরা। এটা একটা চ্যালেঞ্জ। এর মোকাবিলা করতে আরও সজাগ থাকতে হবে আমাদের।’

চোটের কারণে অ্যারন ফিঞ্চ আর ব্যক্তিগত কারণে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো ব্যাটসম্যানদের এই সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবে তাদের ছাড়াও অজিদের বহরে স্পিনে ভালো খেলেন এমন খেলোয়াড়ের অভাব নেই। মিচেল মার্শ তো প্রথম ওয়ানডেতে সে ক্ষমতাটা দেখিয়েছেনও কিছুটা। সেটাই আশা দেখাচ্ছে অজি অধিনায়ককে।

ওয়েড বলেন, ‘কিন্তু আমি মনে করি, আমাদের দলে এখনো বেশ কিছু স্পিনে ভালো খেলার খেলোয়াড় আছে। আশা করি আমরা পরের কয়েক ম্যাচে সেটা দেখতে পারব।’

ব্যাটিংয়ে ধার হারালেও বোলিং যে আছে আগের মতোই, সে ধারণাটা পাওয়া গেছে প্রথম ম্যাচেই। স্টার্ক, জ্যাম্পারা বাংলাদেশকে আটকে রেখেছিলেন মাত্র ১৩১ রানেই। কিন্তু অজি বোলারদের সে নৈপুণ্য ধুয়ে গেছে ব্যাটিং ব্যর্থতায়। সে আফসোসে পুড়তে না চাইলে শিগগিরই স্পিনে ভালো করার উপায় খুঁজে বের করতে হবে দলকে, জানালেন ওয়েড।

অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডর কথা, ‘আমার মনে হয়েছে, বোলাররা তাদের ১৩০ রানে আটকে রেখে দারুণ কাজ দেখিয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলাম, আমি আর মার্শ মিলে একটা চেষ্টা করেছিলাম ইনিংসটাকে আবারও কক্ষপথে ফেরানোর, কিন্তু সেটা শেষমেশ সম্ভব হয়নি। এমন সব পিচে ভালো করার উপায় খুঁজে বের করতে হবে আমাদেরকে।’

তবে অজিদের হাতে সময় খুব বেশি একটা নেই। আজ বুধবার বিকেলেই যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে হবে দলকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা