খেলা

ফ্রি-কিকে অবিসংবাদিত মেসি

ক্রীড়া ডেস্ক: গেল এক দশকে নিজের এই দক্ষতা বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এমনটাই বলছে পরিসংখ্যান। ২০১১ সালে মেসির ফ্রি-কিকে গোল সংখ্যা ছিল মাত্র চারটি। আর রোনালডোর ৩০টি। ২০২১ সালে এসে সেটি হয়ে দাঁড়িয়েছে মেসির ৫৮ ও রোনালডোর ৫৭।

ঘটনাটা ম্যাচের ৯২ মিনিটের। ইকুয়েডরের বক্সের কিনারায় আনহেল দি মারিয়াকে ফাউল করেন ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে। সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ইনকাপিয়েকে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দের দাবি কানে তোলেননি। পেনাল্টির বদলে দিলেন ফ্রি-কিকের নির্দেশ। রেফারির এই নির্দেশে কিছুটা কী খুশি হয়েছিলেন লিওনেল মেসি? কারণ পেনাল্টির চেয়ে ফ্রি-কিকেই তিনি বেশি স্বচ্ছন্দ্য। সেটা জানার উপায় না থাকলেও, কী হতে যাচ্ছে সেটা মোটামুটি সবাই জানতেন। নিঁখুত এক ফ্রি-কিকে আর্জেন্টিনাকে বড় জয় পাইয়ে দেন মেসি।

গত এক দশকে বিশ্বের সেরা ফ্রি-কিক এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। বর্তমানে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ফ্রি-কিক থেকে করা তার গোলসংখ্যা ৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালডোর চেয়ে একটি বেশি গোল তার।

পরিসংখ্যান বলছে এক দশকে নিজের এই দক্ষতা বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০১১ সালে মেসির ফ্রি-কিকে গোল সংখ্যা ছিল মাত্র চারটি। আর রোনালডোর ছিল ৩০টি।

২০২১ সালে এসে সেটি হয়ে দাঁড়িয়েছে মেসির ৫৮ ও রোনালডোর ৫৭। অর্থাৎ গত এক দশকে রোনালডো ফ্রি কিক থেকে গোল করেছেন ২৭টি। আর মেসি করেছেন তার দ্বিগুণ, ৫৪টি।

এবারের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে মোট ৫৬টি ফ্রি-কিক নেওয়া হয়েছে। যার মধ্যে মাত্র দুটিতে এসেছে গোল। দুটিই মেসির পা থেকে। চিলির বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। আর দ্বিতীয়টি রোববার সকালে করলেন ইকুয়েডরের বিপক্ষে।

শুধু ফ্রি-কিকেই নয় গোল ও অ্যাসিস্টেও লিওনেল মেসি কোপা আমেরিকার সেরা খেলোয়াড়। আর্জেন্টিনা টুর্নামেন্টে ১০ গোল করেছে। যার ৮টিতেই অবদান ছিল মেসির।

পাঁচটি কোপা আমেরিকার আসরে ১৩টি গোল এসেছে মেসির পা থেকে। অ্যাসিস্ট এসেছে ১৬টি। ইকুয়েডরের সঙ্গে গোল করে আর্জেন্টিনার হয়ে তার মোট গোলসংখ্যা ৭৬টি। আর জাতীয় দলের জার্সিতে অ্যাসিস্ট ৪৬টি।

দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় পেলের ৭৭ গোলের পরই মেসির অবস্থান। ব্রাজিলের ফুটবল সম্রাটকে ছাড়িয়ে যেতে অন্তত আরেক ম্যাচ পাচ্ছেন আধুনিক এই ফুটবল কিংবদন্তি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা