খেলা

জার্মানিকে বিদায় বললেন ক্রুস

ক্রীড়া ডেস্ক : আগেই ঘোষণা দেয়া ছিল, ইউরোর পর জার্মান দলকে গুডবাই জানাবেন কোচ জোয়াকিম লো। এবার তার পথ ধরলেন জার্মানির মাঝ মাঠের কারিগর টনি ক্রুসও। জার্মানি জাতীয় দলের হয়ে আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার ।

১০৬টি ম্যাচ, একটি বিশ্বকাপ এবং একাধিক অবিস্মরণীয় মুহূর্তের পর জার্মান জাতীয় দলকে চিরতরে বিদায় জানালেন ক্রুস। ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পরই জল্পনা চলছিল তার বিদায় নিয়ে। এবার সেই জল্পনাকেই সত্যি করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার।

জার্মানির বিশ্বকাপ জয়ী প্রজন্মের ফুটবলার ছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপ জয়ে মিডফিল্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর থেকে সামলাচ্ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড। ক্লাব ফুটবলে দিনকে দিন পারফরম্যান্স উজ্জ্বলতর হলেও জার্মানির জার্সি গায়ে কেন যেন নিজেকে মেলে ধরতে পারছেন না।

টিম গেমে একা টনি ক্রুস যতই ভাল পারফরম্যান্স করেন না কেন, দল হিসেবে খারাপ খেললে সেটা কোনো কাজে আসে না। টনি ক্রুসেরও হলো সে অবস্থা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় ঘটেছিল জার্মানির। এরপর এবার ইউরোয় কোনোমতে দ্বিতীয় রাউন্ডে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে জার্মানদের।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্রুস লেখেন, ‘আমি জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছি এবং এই সংখ্যা আর বাড়বে না। আমি খুব করে আশা করেছিলাম যে আবারও নিজের সেরাটা দিয়ে সংখ্যাটা ১০৯ হবে এবং শেষে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা যুক্ত হবে। এত দীর্ঘ সময় ধরে এই জার্সি পরতে পারা আমার কাছে খুবই সৌভাগ্যের। আমি অত্যন্ত গর্ব এবং আবেগের সঙ্গেই এই জার্সি এতদিন গায়ে চাপিয়েছি।’

তবে ইউরোতে পরাজয় নয়, বহু আগে থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। রিয়াল মাদ্রিদ এবং তার পরিবারকে আরও বেশি করে সময় দেয়ার জন্যই এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ বলে জানান তিনি।

ক্রুস লেখেন, ‘আমি পরের কয়েক বছরের জন্য আমার সম্পূর্ণ ফোকাস রিয়াল মাদ্রিদে হয়ে খেলায় রাখতে চাই। উপরন্তু বিগত ১১ বছর ধরে যা সম্ভব হয়নি, সেই বিরতিটুকু আমি নিজেকে দিতে সক্ষম হব। এছাড়া আমার স্ত্রী ও তিন সন্তানদের সঙ্গেও সময় কাটাতে পারব।'

জার্মান ফুটবলে গৌরবময় ইতিহাসে মাত্র ছয়জন ফুটবলারই ক্রুসের চেয়ে বেশি দেশের জার্সি পরে মাঠে নেমেছেন। ২০১৪ সালে জার্মান বিশ্বজয়ী দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপে পুরো জার্মান দল হতাশ করলেও তিনি ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দিয়ে নজর কেড়েছিলেন। সবশেষে সমর্থক এবং বিদায়ী কোচ জোয়াকিম লোকে (একমাত্র জাতীয় দলের কোচ যার অধীনে ক্রুস খেলেছেন) ধন্যবাদ জানান তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা